ছাগল খোঁজতে গরু বিক্রি!

ইসমাইল হোসেন বাচ্চু ॥ মিজি খান রাজ্য। বিলাসী রাজা সিম্বা শেখ। শখ করে ৩টি ছাগল আর ৫টি গরু লালন-পালন শুরু করলেন। ছাগল এবং গরুগুলোকে তিনি এমন ভাবে আদর যতœ করতেন যেন, নিজের সন্তান কিংবা রাজ্যকেও এতোটা ভালোবাসা দেখাননি। কারণ………। তবে রাজা ছিলেন খুব তেজী মনের। ভাল মন্দ যাইহোক সোজা অর্থে বলে ফেলতেন। কারণ………। যা হোক । একদিন সন্ধায় মাঠ থেকে ঘাস খাওয়া শেষে গরুগুলো বাড়ী এলেও ছাগলগুলো ফিরে আসেনি। এর কারণ জানতে চেয়ে রাখাল, উজির-নাজির সহ রাজ্যের সাধারণ প্রজাদেরকে রাজার দরবারে ডেকে আনা হলো। রাজা সিম্বা শেখ হুংকার দিয়ে সবাইকে বললেন, যাও-আমার শখের ছাগল গুলোকে খোজেঁ নিয়ে (এরপর পৃষ্ঠা-২) এসো। না হলে………। সারা রাজ্য খোঁজেও ছাগল গুলোকে পাওয়া গেলোনা। রাজার আদেশে ছাগল খোজঁতে অন্য রাজ্যে যাবার জন্য ৪টি নৌকা ভাড়া করা হলো। ভাড়ার টাকা যোগার করতে গিয়ে রাজার ৫টি গরুর মধ্যে তিনটি গরু বিক্রি করে নৌকার ভাড়া দিয়ে ছাগল খোজঁতে পাঠালেন। দু’মাস খোজাঁর পর খালি হাতে ফেরত আসল প্রজারা। রাজা বললেন, না-আমার ছাগল গুলো পেতেই হবে। যাও। অন্য রাজ্যে। আরো ৪টি নৌকা ভাড়ার জন্য বাকী ২টি গরুও বিক্রি করা হলো। তবুও পাওয়া যায়নি ছাগলগুলোকে। মূলতঃ ইতোমধ্যেই ছাগলগুলোকে শেয়ালে খেয়ে ফেলেছে। কিন্তু ………..। ছাগল খেলো………শিয়ালে। আর ………….। ছাগল খোজতে ৫টি গরু বিক্রি করলেন রাজা। প্রিয় পাঠক। অন্য কথা শিরোনামে এবারের গুল্পে বুঝতেই পেরেছেন বোকামির পরিণাম। বর্তমানে আমাদের সমাজেও এমন কাহিনীর শেষ নেই। মাত্র দু’টাকার জন্য মানুষ খুন করা হয়। পাওনা টাকা আদায়ে ঘটে যায় মারামারি। অতপর খুন-খারাবী। হিরোইন, গাজা, এমনকি সামান্য খরচের টাকার জন্য পুত্রের হাতে পিতা খুন হচ্ছেন। জুতা কেনা, শাড়ী কিংবা গহনার জন্য স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে। আবার স্বামীর হাতে ………..। এরপর যেতে হচ্ছে জেলে, হচ্ছে যাবতজ্জীবন …….। হিসেব মিলিয়ে একবারও কী দেখেছেন? কি থেকে কি হয়ে যায়। আবার দেখা যায়, মাত্র সামান্য অর্থের জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হয়ে যায়। এক বন্ধু পরপারে অন্য বন্ধু জেলহাজতে……..। প্রিয় পাঠক। হিংসা পতনের মুল। এটা সবাই জানেন। অতি লোভে তাঁতী নষ্ট। বেশী রাগে সব ধ্বংস। তা হলে এখুনি নিজেকে সামলিয়ে নিন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। লোভ লালসা পরিহার করুণ। না হলে………………..।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *