আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করার জন্য নারীর অধিকার বাস্তবায়নে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এডভোকেট কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে, নারীর অধিকার বাস্তবায়নে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীরা সমাজের অর্ধাঙ্গীনি, আজ দেশের সকল কর্ম ক্ষেত্রে নারীরা সফল ভূমিকা পালন করে আসছেন। উপরোক্ত কথাগুলি বলেন, (হবিগঞ্জ-সিলেট) মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি তার বক্তব্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে ও শেখ হাসিনার নেতৃত্বে একটি স্বনির্ভর, ডিজিটাল বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। গত শনিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় নারী উন্নয়ন ফোরাম এর কমিটির সদস্যদের দুই দিনের ওরিয়েন্টেশন কোর্সের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আরো বলেন, দায়িত্ব পালনে কেহ গাফিলতি ও সঠিক নিয়মে অফিস না করতে পারলে তাদের চাকুরী করার প্রয়োজন নেই। সঠিক নিয়মে সবাইকে একযোগে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপ-পরিচালক স্থানীয় সরকার হবিগঞ্জ-দিলীপ কুমার বনিক, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক প্রমূখ। উক্ত অনুষ্টানে উপজেলা নারী উন্নয়ন ফোরামের পৌর মহিলা কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। গত ২৬শে এপ্রিল থেকে গতকাল ২৭ এপ্রিল রবিবার পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *