মামলাবাজ বিনা’র খুটির জোর কোথায় ?

গাজীপুর সংবাদদাতা ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালা সীমান্তে মামলাবাজ নারীর রোষানল থেকে রাক্ষা পেতে তিন গ্রামের মানুষের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর ইউপি’র মানিকভান্ডার গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুুল মালেক। প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মুন্সী আঃ হাশিম, মুক্তিযোদ্ধা ফজর আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আঃ কাইয়ুম, মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, মুক্তিযোদ্ধা আঃ জলিল, মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা ছুরত আলী, মুক্তিযোদ্ধা তাজ চৌধুরী, সমাজ সেবক রফিক চৌধুরী, আঃ আজিজসহ ছাত্র-শিক্ষক, গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্য সোনাই মিয়া বলেন, মামলাবাজ বিনা আক্তারের বয়স (৩০)। মানিকভান্ডার গ্রামের দিদার হোসেনের কন্যা সে। নিজেকে সে কখনো কুমারী, কখনো বিবাহিতা বলে দাবী করে। ভাঙ্গা ঘরে বসবাস করলেও তার পোষাক পরিচ্ছদ খুবই চাকচিক্যপুর্ন। তার ঘরে রাতে বিরাতে অপরিচিত পুরুষের আনাগোনা ল্য করা গেছে। বিনা আক্তারের অসামাজিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। সে মাঝে মধ্যে বাড়ি থেকে মাস দেড়েকের জন্য উধাও হয়ে যায়। মানিকভান্ডার গ্রামের আঃ হাশিম বলেন, গত ২৪ ফেব্রুয়ারী মানকিভান্ডার গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মশ্বব উলার সাথে তার ভাই আনফর উলার জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ঝগড়া হয়। ওই ঝগড়ার পর আনফর উলার ধর্ম বোন বলে খ্যাত বিনা আক্তার গ্রামের মুরব্বী হবিব উল্লা, আশ্বব উল্লা, ফজল হক ও মিজানকে অভিযুক্ত করে গনধর্ষনের অভিযোগ দায়ের করে প্রশাসনের কাছে। অভিযোগ পেয়ে সহকারী পুলিশ সুপার এস এম আহমেদ রাজু ঘটনাস্থল পরিদর্শন করেন কিন্তু কোন ধর্ষনের আলামত পাননি তিনি। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ধর্ষণের ঘটনাকে রহস্যজনক বলে দাবী করেন। বিনা’র এহেন কর্মকান্ডে গ্রামবাসি খুবই নাজুক পরি¯ি’তিতে রয়েছেন বলে প্রতিবাদ সভায় উলেখ করেন বক্তারা। তারা বিনা’র কবল থেকে গ্রামের সহজ সরল মানুষকে,যুব সমাজকে রার দাবী জানান। ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, মানিকভান্ডার, টিলাবাড়ি ও উসমানপুর গ্রামের মানুষজন খুবই সরল প্রকৃতির ও শান্তিপ্রিয় কিন্তু বিনা আক্তারের এহেন কর্মকান্ডে তারা অতিষ্ট হয়ে উঠেছেন। তিনি এ ব্যপারে পুলিশ প্রশাসনের প্রতি সুষ্টু তদন্তের দাবী জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *