Daily Archives: March 13, 2018

চুনারুঘাটে এক সপ্তাহে ১০ মোটর সাইকেল ও স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এর বাসায় চুরি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অনেকটা দিনেদুপুরেই চুরি হচ্ছে মোটর সাইকেল। অফিসপাড়া, বাসা-বাড়ি ও দোকানপাটের সামন থেকে চুরি করা হচ্ছে মোটর সাইকেল। থানায় এ বিষয়ে অভিযোগ করেও কোন ফায়দা হচ্ছে না। চুরি যাওয়া মোটরসাইকেলের একটিও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। গত এক সপ্তাহে চুনারুঘাট উপজেলা সদর থেকে ১০টি মোটরসাইকেল চুরি হয়েছে। সবগুলো চুরিই হয়েছে দিনদুপুরে। এলাকাবাসী জানান, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবুর রহমানের মোটর সাইকেল সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামন থেকে চুরি করার পর হজম

রাজনৈতিক জীবনের ৪০টি বছর সুখে-দুঃখে জনগণের পাশে থেকেছি ॥ চ্যানেল ২৪ এর টকশোতে এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার এমপি ডটকমের উদ্যোগে দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’এ ‘কি ভাবছেন সম্ভাব্য প্রার্থীরা’ শীর্ষক টকশোতে অংশ নিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গত শনিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত চলে এই টকশো। অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক ফারাবী আনোয়ার সদর-লাখাই ও নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে ২ বার নির্বাচিত সফল সংসদ সদস্য হিসাবে এডভোকেট মোঃ আবু জাহির এর সাথে আলোচনা শুরু করেন। এ সময় এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। এরপর থেকেই দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী ...

চক্রান্ত ষড়যন্ত্র ও মিথ্যাচার করে মানুষের ভালবাসা থেকে আমাকে বঞ্চিত করা যাবে না ॥ মেয়র জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শত চক্রান্ত, ষড়যন্ত্র ও মিথ্যাচার করে হবিগঞ্জের মানুষের ভালবাসা থেকে আমাকে বঞ্চিত করা যাবে না। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন। মেয়র জি কে গউছ বলেন- দীর্ঘ ৩৬ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে যখন যেভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে তখনই হবিগঞ্জবাসীর জন্য কাজ করার চেষ্টা করেছি। ২০০৪ সালে প্রথম হবিগঞ্জ পৌরসভার চেযারম্যান নির্বাচিত হয়েই হবিগঞ্জের পরিত্যক্ত রেলটেকের উপর বাইপাস সড়ক, এম সাইফুর রহমান টাউন হল, খোয়াই নদীর উপর নির্মিত এম সাইফুর রহমান ব্রীজ, কিবরিয়া ব্রীজ, এম এ রব ব্রীজ, পানির ট্রিটম্যান্ট প্লান্ট, ...

চুনারুঘাটে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তেেপ আফরোজা আক্তার নামে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। রোববার (১১ মার্চ) দুপুরে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি এ বিয়ে বন্ধ করেন। আফরোজা উপজেলার চানপুর বস্তির আজগর আলীর মেয়ে এবং চুনারুঘাট অগ্রণী উ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীায় অংশ নেয়। ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি বলেন, দুপুরে উপজেলার চানপুর বস্তির আজগর আলীর মেয়ে আফরোজার বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তিনি সেখানে যান। এসময় মেয়ের বাবা আজগরের কাছ থেকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেখা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

শায়েস্তাগঞ্জে রেল ব্রিজের পাশে সুতাং নদীর মাটি কেটে বাঁধ দখল চলছে

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে সুতাং নদীর রেলব্রিজের পাশে নদীর বাঁধের নিচ থেকে মাটি কেটে নিয়ে বাঁধেই ভরাট করে ভিট তৈরি করা হচ্ছে। এ কারণে নদীর রূপরেখা পাল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, রেলব্রিজের কাছে নদীর পূর্বপাড়ের নিচে বেশ কয়েকজন শ্রমিক মাটি কাটছেন। তারা মাটিগুলো নদীর বাঁধের উপরে ফেলে ভিট তৈরি করছেন। আর দাঁড়িয়ে মাটিকাটা পর্যবেক্ষণ করছেন (এরপর পৃষ্টা-০৩)

মাধবপুরে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথী আক্তার (৩২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর এলাকা থেকে তাকে আটক করেন মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। সাথী ওই এলাকার কাজল মিয়ার স্ত্রী। আটকের সত্যতা নিশ্চিত করে এসআই মমিনুল জানান, সাথী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।

মামলাবাজ বিনা’র খুটির জোর কোথায় ?

গাজীপুর সংবাদদাতা ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালা সীমান্তে মামলাবাজ নারীর রোষানল থেকে রাক্ষা পেতে তিন গ্রামের মানুষের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর ইউপি’র মানিকভান্ডার গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুুল মালেক। প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মুন্সী আঃ হাশিম, মুক্তিযোদ্ধা ফজর আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আঃ কাইয়ুম, মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, মুক্তিযোদ্ধা আঃ জলিল, মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা ছুরত আলী, মুক্তিযোদ্ধা তাজ চৌধুরী, সমাজ সেবক রফিক চৌধুরী, আঃ আজিজসহ ছাত্র-শিক্ষক, গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্য সোনাই মিয়া বলেন, মামলাবাজ বিনা আক্তারের বয়স (৩০)। ...