চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দুর্গাপুর এলাকা থেকে সৃজিত বৃক্ষ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক (পুরাতন) নামক স্থানে বন বিভাগের সৃজিত গাছ কেটে নিয়ে যাচ্ছে দুবৃত্তরা। গত বুধবার রাতে অজ্ঞাত একদল গাছ চোর ৩টি একাশিয়া গাছ কেটে নিয়ে যায়। ঘটনার দিন রাতে উপকার ভোগী দুর্গাপুর গ্রামের মন্নর আলী অসুস্থতাজনিত কারণে পাহারায় আসেননি। ৩টি গাছ পাচারের সপ্তাহ পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি। হবিগঞ্জ রেঞ্জ কর্মকর্তা-১ এর সাথে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন ধরেননি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, চুনারুঘাট পূর্বাঞ্চলের বিভিন্ন সড়কের বনবিভাগের সৃজিত গাছ নিশ্যেষ। ফলে ওই চোর চক্র নতুন নতুন এলাকা হাতে নিয়েছে। বনবিভাগের স্টাইকিং ফোর্স রাণীগাও গ্রামে গাছ চোর ১৫/১৬ জনের নাম উল্লেখ করে মামলা করলেও অজ্ঞাত কারণে পুলিশ ধরছে না। দুর্গাপুর সৃজিত গাছের নিলামকারী ঠিকাদার নুরুল ইসলাম কবির জানান, ৩ টি গাছের মুল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা। শায়েস্তাগঞ্জ পুুলিশ ফাড়ির ৫শ গজের ভিতরে গাছ পাচার সাধারণ মানুষকে বিঘিœত করেছে।
Share on Facebook
Leave a Reply