সিএনজি অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষ মা-মনি প্রকল্পের ডাটাএন্ট্রি অপারেটর নিহত
টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক সড়কের চানভাঙ্গা এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খাঁন সড়ক এলাকার বাসিন্দা অটোরিকশা যাত্রী সর্দার গোলাম মোর্শেদ টিপু (৩০) নিহত ও অপর ৪ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টায় চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক সড়কের চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সর্দার গোলাম মোর্শেদ টিপু বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের ব্যবসায়ী রুকন আলী সর্দারের ছেলে। বর্তমানে তারা হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়ক এলাকার বাসিন্দা। নিহত টিপু চুনারুঘাট উপজেলা সদরে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা মা-মণি’র ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন। আহতদের মধ্যে চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুর রউফ (৫৬) ও তার স্ত্রী রিনা আক্তারকে (৩৬) ঢাকার সিটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ২ যাত্রীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম, পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়- বিকেলে সিএনজি চালিত একটি অটোরিকশাযোগে নিহত টিপুসহ অন্যান্য যাত্রীরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে চাঁনভাঙ্গা এলাকায় চুনারুঘাটগামী প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে গেলে এর ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক টিপুসহ অপর ২ যাত্রীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আব্দুর রউফ ও রিনা আক্তারকে ঢাকা সিটি জেনারেল হাসপাতালে রেফার করেন। আহত টিপুকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, গত শনিবার রাতে টিপুর লাশ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের বাসায় এসে পৌঁছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। গতকাল রবিবার সকাল ১০টায় শহরের সওদাগর জামে মসজিদে টিপুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ী নোয়াগাঁও পশ্চিমপাড়া মাঠে যোহরের নামাজের পর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
Share on Facebook
Leave a Reply