নিহত সিদ্দিক আলী সুনাই হত্যা মামলার প্রধান আসামী ॥ এলাকায় স্বস্তি গরু চুরি করতে গিয়ে ভারতে গণপিটুনিতে চুনারুঘাটের ৩ যুবক নিহত

সুখ দেব নাথ ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশী নাগরিককে ভারতীয় জনতা গণপিটুনীতে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ভারতের পশ্চিম ত্রিপুরার গৌরনগর এলাকায়। গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতরা সীমান্ত এলাকায় নানা ধরণের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ঘটনাটি জেনেছেন তবে মরদেহ না পাওয়া পর্যন্ত তারা কিছু করতে পারছেন না বলে জানিয়েছেন। নিহতরা হলেন- গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র সুন্দর আলী (৩০), সাদ্দাম বাজারের সুন্দর আলীর পুত্র ছিদ্দিক আলী (৫৫) ও মানিকভান্ডার গ্রামের মৃত মফিজ উল্লার পুত্র আনোয়ার আলী (২৫)। গতকাল রোববার বাল্লা সীমান্তের নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ১৪ রাইফেল ব্যাটালিয়ন লেঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন খান ও বিএসএফ কোম্পানী কমান্ডার উপস্থিত থেকে নেতৃত্ব দেন। বিএসএফ জানিয়েছে নিহতদের ময়না তদন্ত শেষে আজ সোমবার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *