আজ ১৪২১ বঙ্গাব্দ শুরু উচ্ছাসিত বাঙালী জাতি

ইসমাইল হোসেন বাচ্চু ॥ কেউ মানুক আর না মানুক, আজ পহেলা বৈশাখ। ১৪২১ বঙ্গাব্দ। বছরের প্রথম দিন। রাত ১২টা ১ মিনিটে ১৪২০ বঙ্গাব্দ বিদায় নিয়ে দুয়ারে কড়া নেড়ে প্রবেশ করেছে বৈশাখ। অনেক স্মৃতি, বেদনা আর স্বপ্নে গাঁথা পুরাতন বছরকে পিছনে রেখে নতুন বছরের আগম ঘটলো। কবির ভাষায় দুয়ারে দাড়িয়ে বৈশাখ, চৈত্রের অবসান- গাহিতে চাহিছে হিয়া পুরাতন, ক্লান্ত বরষের সর্বশেষ গান। নতুন বছরকে স্বাগত জানাতে বাঙ্গালী জাতি প্রস্তুত। চুনারুঘাটেও চলছে ব্যাপক প্রস্তুতি। রবিবার বিকাল থেকেই চুনারুঘাটের বিভিন্ন সংগঠন ধুমধামে প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল মঙ্গলবার চুনারুঘাটের পীরের বাজারে বসবে শতবর্ষের ঐতিহ্য বৈশাখী মেলা। গৃহস্তালী জিনিসপত্র থেকে শুরু করে নিত্যপণ্যের পসরা বসবে এ মেলায়। গতকাল ছিল বাংলা ১৪২০ সালের বিদায় দিন। দিনটি চৈত্রসংক্রান্তি। বাঙ্গালী যেদিন চৈত্র সংক্রান্তি পালন করে, সেদিন আদিবাসি সম্প্রদায় পালন করে থাকে তাদের বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান বৈসাবী। পহেলা বৈশাখ বাঙ্গালির নববর্ষ উৎসব। নববর্ষ সকল দেশের সকল জাতিরই আনন্দ উৎসবের দিন। শুধু আনন্দ উচ্ছাসই নয়, সকল মানুষের জন্য কল্যাণ কামনার দিনও। আমরা সুখ শান্তির সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহা ধুম-ধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি, একে অন্যকে বলি শুভ নববর্ষ। বাংলা নববর্ষ এখন আমাদের জাতীয় উৎসব। প্রতি বছর এ উৎসবকে ঘিরে বাঙ্গালি জাতি প্রাণের আবেগে ও গভীর ভালবাসায় উদযাপন করে থাকে। আশা করি এবছরও কোন কিছুরই কমতি থাকবেনা। ১৪২১ বঙ্গাব্দকে বরণ করতে হবিগঞ্জ শহরসহ জেলা প্রশাসন, হবিগঞ্জ পৌরসভা, বৃন্দাবন সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন অত্যন্ত ধুম-ধামের সঙ্গে বরণ করা হয়। জেলা সদর হাসপাতালসহ উপজেলায় সকল হাসপাতাল গুলোতে জেলখানা, এতিমখানা, শিশু পরিবার সমূহে উন্নত মানের বাঙ্গালি খাবার পরিবেশন করা হয়। হবিগঞ্জ পৌরসভায় ৩ দিনের বৈশখী মেলার আয়োজন করে থাকে। চুনারুঘাটে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। নতুন বছরটি হোক সকলের জন্য সুখ-সমৃদ্ধির বছর। পুরাতন ভাবনাকে পিছনে ফেলে নতুন উদ্যমে পথ চলা হোক আমার আপনার সকলের। শুভ নববর্ষ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *