তথ্য ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভের অনুরোধ করলেন ইউএনও চুনারুঘাটে দুই দিনের ডিজিটাল মেলা সম্পন
প্রথম সেবা রির্পোট ॥ চুনারুঘাটে দুই দিন ব্যাপি ডিজিটাল মেলা আনন্দঘটার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তথ্য প্রযুক্তিকে মানুষের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে চুনারুঘাট উপজেল প্রশাসন এ ডিজিটাল মেলা আয়োজন করে। গত রবিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের ফিতা কেটে দু’দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্ভোধন এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মাহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মিরাশী ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, কৃষি অফিসার জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষ অফিসার মোঃ শামছূল হক, প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, সমাজ সেবা অফিসার নূরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র প্রমূখ। মেলায় ইউপি তথ্য সেবা কেন্দ্র, উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারসহ দশটি ষ্টল বসানো হয়। কম্পিউটার শিখুন- ভবিষ্যত গড়–ন, অফিস-আদালতে চাকুরী চাও- কম্পিউটারে প্রশিক্ষণ নাও। এমন সব শ্লোগান সম্মেলিত ব্যনার পেস্টুনে মেলাকে মানুষের দৃষ্টি নন্দন করা হয়। ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এর ষ্টলে কম্পিউটার বিষয়ক বিপুল সংখ্যক বই পরিলক্ষিত হয়। সোমবার বিকালে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির। সমাপনী দিবসে এক আলোচনা সবায় প্রধান অতিথি হিসেবে কম্পিউটার শিক্ষাসহ তথ্য-প্রযুক্তি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির। সভা পরিচালনা করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র, আহম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা/কর্মচারী, উদ্যোক্তা, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। সমাপনী অনুষ্টানে কোরআন তেলাওয়াত করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আফজাল হোসেন।
Share on Facebook
Leave a Reply