প্রথম স্ত্রী দুবাই ॥ অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে ॥ নব বিবাহিত স্বামী-স্ত্রী আত্মগোপনে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পীরের বাজার ফার্নিচার ব্যবসায়ী মারিয়া ভিলার মালিক ভন্ড প্রতারক মোঃ ছায়েব আলীর সহোদর জালাল ওরফে বাবুল অবশেষে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে বিয়ে করেছে। অত্যন্ত গোপনীয়ভাবে হবিগঞ্জের রিচি গ্রামের আব্দুল মতিনের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুবাইয়ে থাকা বাবুলের প্রথম স্ত্রী ছালেহা বেগমের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে চুনারুঘাট থানার দারোগা হারুন মিয়া গত ২৬ এপ্রিল উপজেলা সদর পীরের বাজারে মারিয়া ভিলায় তল্লাশী চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভন্ড প্রতারক বাবুল তার নব-বিবাহিত স্ত্রীকে নিয়ে পালিয়ে আত্মগোপন করে। অনেক খোজাখুজির পরও জালাল ও তার স্ত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশি গ্রেফতারের ভয়ে সে আত্মগোপনে রয়েছে। বিভিন্ন সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার দারগাঁও গ্রামের হাজী আইয়ূব আলী’র পুত্র বাবুল দীর্ঘ ৫ বছর আগে আবুদাবী ফাঁড়ি জমায়। সেখানে একই উপজেলার পাঁচগাঁও (কাকাউশ) গ্রামের দরবেশ আলীর কন্যা ছালেহা বেগম (২৫)কে বিভিন্ন কৌশলে বিয়ে করে। সরল মনা ছালেহা তার প্রবাস জীবনের কষ্ঠার্জিত সকল সম্পদ স্বামী জালাল ওরফে বাবুলের কাছে তুলে দেয়। দু’মাস আগে বাবুল দেশে এসে স্ত্রী ছালেহাকে প্রবাসে রেখে আবারো বিয়ে করার কৌশল তৈরী করে। স্থানীয় ও জাতীয় পত্রিকায় ছবিসহ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে জালাল ওরফে বাবুল আত্মগোপন করে। এ নিয়ে ছালেহা ও বাবুলের পরিবারের মাঝে নানা দন্দ্বের সৃষ্টি হলে বিচার শালিস অনুষ্ঠিত হয়। কিন্তু থেমে থাকেনি বিয়ে পাগল বাবুলের নানা কৌশল। সে বাধাকে উপেক্ষা করে বিয়ে করে। দুবাই যাবার আগেও ফুফু সম্পর্কীয় এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল। এক পর্যায়ে একটি ছেলে সন্তানের জন্ম হলে আদালত পর্যন্ত গড়ায়। এক বছর বয়সে ছেলেটি মারা গেলে পরে সে ওই মেয়েটিকে মোটা অংকের টাকা দিয়ে ঘটনার নিস্পত্তি করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *