ভুমিদস্যূ মারাজ-সেলিম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ নিয়াজপুর মৌজাবাসী

স্টাফ রিপোর্টার ॥ পেশায় জরিপকারী হলেও তার কর্মকান্ড পেশার সাথে মিল নেই। জরিপকারী পেশার আড়ালে তার কাজ হলো টাকার বিনিময়ে একের জমি অন্যের ভিতর ঢুকিয়ে দেয়া, বার বার মাপযোগ দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ এবং বিবাদ বিসম্বাদ সৃষ্টিকরা। জাল দলিল সৃষ্টি হুমকি ধামকি দিয়ে অসহায় নিরীহ লোকদের ভিটে মাটি গ্রাস করার অভিযোগও রয়েছে। কিন্তু সন্ত্রাসী বাহিনী লালন এবং প্রভাবশালীমহলের ছত্র ছায়ায় থাকায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না। তার দখলবাজির শিকার হয়ে বহু মানুষ সম্পদশালী হতে ভূমিহীন পরিণত হয়েছে। তাদের করুণ আর্তি, সহায় ফরিয়াদে এলাকার বাতাস ভারাক্রান্ত। এই বহুল আলোচিত ভূমি জালিয়াত চক্রের হোতার নাম মোঃ মারাজ মিয়া সরকার, পিতা- মৃত সুন্দর আলী সরকার। সে রাণীগাঁও ইউপির নিয়াজপুর মৌজার ইসলামপুর গ্রামের অধিবাসী। একটি সরকারী অনুুমোদনহীন প্রতিষ্ঠান হতে ৩ মাসের ডিপ্লোমা কোর্স পাস করে সে এলাকায় সরকারী সার্টিফায়েড সার্ভেয়ার দাবী করে আসছে। এলাকার অশিক্ষিত সহজ, সরল মানুষ তার দাবীকে সত্য মনে করে প্রতারণার ফাঁদে পা দিচ্ছে। মোঃ মারাজ মিয়া সরকারের সন্ত্রাসী কর্মকান্ডের অন্য সহযোগীরা হল তার সহোদর ভাই মোঃ ফারুক, মোঃ সায়েদ এবং ভগ্নিপতি মোঃ সেলিম মিয়া। এদের মধ্যে মোঃ সেলিম মিয়া হল তার সেকেন্ড ইন-কমান্ড। প্রতিবেদন তৈরির অনুসন্ধানে জানা গেছে যে, রাণীগাঁও ইউনিয়নের পূর্বদিকে নিয়াজপুর মৌজায় জে,এল,নং-৮৭, খতিয়ান নং-৩০০ এর রামশ্রী নিবাসী মরহুমা সৈয়দা সালেহা বানু, স্বামী মরহুম সৈয়দ ফজলুর রহমান এবং তার পরিবারের অন্য শরীকানদের প্রায় ১২৩ একর টিলাভূমি রয়েছে। বর্তমানে শরীকানদের উত্তরাধিকারীরা এসব টিলা বনায়ন করেছেন। মূল্যবান কাঠ আহরণ যোগ্য এবং ভেষজ উদ্ভিদের বনায়ন করা হয়েছে। বর্তমানে জমির বাজার দর বৃদ্ধি এবং বনায়ন একটি অর্থকারী বিনিয়োগ হিসেবে গণ্য হচ্ছে। এ কারণে এই মৌজায় ভূমিদস্যুদের লোলুপ দৃষ্টি পড়েছে। এলাকার সন্ত্রাসী বাহিনীর সাহায্য এবং প্রভাবশালীদের মদদে টিলাভূমি কৌশল দখল করাই উক্ত মারাজ মিয়া গং’এর অন্যতম কাজ। মারাজ মিয়ার বিরুদ্ধে রামশ্রী গ্রামের সাহেব বাড়ীর সৈয়দ জমিলুর রহমান মিশ্রি মিয়ার উত্তরাধিকারী সৈয়দ এনায়েতুর রহমান ও সৈয়দ আজিজুর রহমান গং এর প্রায় ০.৭২ একর টিলাভূমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে আমরা সৈয়দ জামিলুর রহমান মিশ্রি মিয়ার ছেলে সৈয়দ এনায়েতুর রহমানের সঙ্গে কথা বলি। উনি বলেন ‘বিষয়টি সত্য’। মারাজ সেলিম গং জোরপূর্বক আমাদের প্রায় ০.৭২ একজর টিলাভূমি দখল করে রেখেছে। উক্ত মৌজায় আমাদের একটি খতিয়ানে ৪.৮৪ একর টিলা ভূমি আছে। পিতার মৃত্যুর পর আমরা মালিক দখলকার হই। ১৫৮৫ দাগে বনায়ন করেছি। টিলাভূমির কিছু অংশ বিক্রয়ের প্রয়োজন হওয়ায় এটা মাপজোক দেবার প্রয়োজন হয়। আমি মোঃ মারাজকে মাপজোকের দায়িত্ব প্রদান করি। এই বিশাল টিলাভূমি মাপজোকের সময় মারাজ কারচুপির আশ্রয় নিয়ে প্রায় ০.৭২ একর ভূমি অন্য খতিয়ানের দাগে অন্তর্ভূক্ত করেছে। মাপযোগ নিয়া আমার সন্দেহের উদ্রেক হলে আমি ভূমি অফিসের সার্ভেয়ার ও চেইনম্যান দিয়ে পূনরায় মাপজোক করাই। এই মাপজোক সময় দেখা যায় যে, মোঃ মারাজ কৌশলে আমার দাগের ০.৭২ একর ভূমি অন্য দাগের সীমায় ঢুকিয়ে দিয়েছে। আমি তাৎক্ষণিন খুটিঁ সঠিক সীমানায় স্থাপন করার উদ্যোগ নিয়ে সেও তার সঙ্গীরা আমাকে দেশীয় অস্ত্র শস্ত্র প্রদর্শণ করে বাধা প্রদান করে। সে ও তার সঙ্গীরা আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে। মাপজোক করার কোন উদ্যোগ গ্রহণ করলে রক্তারক্তি কান্ড ঘটাবে বলে শাসাচ্ছে। সন্ত্রাসী বাহিনী ভয়ে এবং প্রভাবশালীদের ছত্র ছায়ায় থাকায় তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতেও সাহস পাচ্ছি না। আমি দেশের শান্তি প্রিয় আইন মান্যকারী একজন নাগরিক। তার বিরুদ্ধে আমি অসহায়। স্থানীয় বিচার সালিশ ব্যবস্থা ও তার আঙ্গুলী হেলনে চলে”। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী বলেন” এরা অত্যন্ত ধুরন্দর জালিয়াত ও দখলবাজচক্র। মাপযোগ কারচুপি, জাল দলিল তৈরি, জোরপূর্বক ভূমি দখল করাই তাদের কাজ। এদের দখলাবাজির শিকার হয়ে অনেক লোক নিঃস্ব হয়ে গেছে। অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। নিয়াজপুর মৌজাবাসী তাদের হাতে জিম্মি। একটি স্বাধীন দেশের কর্তৃপক্ষের নাকের ডগার উপর এ রকম ভূমি জালিয়াত চক্রের দৌরাত্মৎ জনমে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। শান্তিপ্রিয় এলাকাবাসী এবং মারাজ মিয়া গং এর দখলবাজির শিকার ভুক্তভোগীরা জানতে চান এই দখলবাজ চক্রের ক্ষমতার উৎস কোথায়? দেশে কি আইনের শাসন বলতে কিছু নেই। দুষ্টের দমন ও শিষ্টের পালন” এই আপ্ত বাক্যটির প্রতিফলনই প্রশাসনের কাছে প্রত্যাশা করেন এলাকাবাসী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *