কী অপরাধ তাদের

?প্রিয় পাঠক। কি লিখব। আছি আতংকে। কারণ তো বুঝতেই পেরেছেন। নাকি খুলেই বলতে হবে? তাহলে বলেই ফেলি। প্রথমেই দেশের বিশিষ্ট চিন্তাবিদ চ্যানেল আই’র কাফেলার উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর কথা বলছি। প্রতি রমজান মাস আসলেই চ্যানেল আই’এ বিকেলের কাফেলা অনুষ্ঠানটি পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে উপভোগ করতাম। এসময় মাওলানা নুরুল ইসলাম ফারুকীর উপাস্থাপিত কালেকশন গুলো আমাকেভিষণ আবেগ প্রবণ করে তুলত। বলতাম তিনি না জানি কত ভাগ্যবান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- এমন একজন চিন্তাবিদকে নির্মম ভাবে খুন হয়ে পরপারে চলে যেতে হবে এটা কি কেউ জানত। হয়তো এই অনুষ্ঠানটি থাকবে কিন্তু একজন চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী কে আর টিভির পর্দায় দেখা যাবে না। প্রিয় পাঠক। আপনারা হয়তো তাকে ভালো করেই চিনেন। জন্ম, মৃত্যু ও আহার বিধাতার-ই নিয়ম কিন্তু নির্মম ভাবে একজন মুসলমান প্রাণ হারাবে এটা কি কেউ বিশ্বাস করতে পারেন। এই মৃত্যুটুকু সবাইকে অবাক করে ফেলেছে। বলছি সাংবাদিক সাগর-রুনির কথা। এই দম্পত্তিকেও নির্মম ভাবে পরপারে যেতে হয়েছে। তাদের মতো কত মানুষ যে অকালে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাচ্ছে, গুম হচ্ছে, এর কোন হিসাব নেই। হয়তো যারা দেশের খুব পরিচিত মুখ তাদের কে আমরা স্বরণ করি। কারণ এই ব্যস্ত সমাজে কে কার খবর রাখে। প্রিয় পাঠক। মরতে হবে সবাইকে এটি সত্য। কিন্তু মাওলানা নুরুল ইসলাম ফারুকী ও সাংবাদিক সাগর-রুনির মতো প্রাণ হারাতে হবে এটা কী মানা যায়। কি ছিল তাদের অপরাধ। যারা তাদেরকে হত্যা করেছে তারা কী মানুষ নয়। তাদের কী মনোস্বত্ব বলতে কিছু নেই। যাক। কি হবে আল্লাহ- ই জানেন। চলার পথে সতর্ক থাকবেন। অন্যের পরোচনায় না যাওয়ায় ভাল। অপরাধীদেরকে চিহ্নিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকা দরকার। ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা যেমন মজবুত হয় তেমন সমাজেরও উন্নয়ন হয়। সচেতন হোন-অন্যকে সচেতন করে তুলুন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *