Daily Archives: September 22, 2014

বণিক জুয়েলার্সের ক্যাশবাক্স থেকে টাকা ও বিকেজিসি বিদ্যালয়ে বই চুরির ঘটনায় ৩ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরির অভিযোগে ৩ যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বই চুরি হয়। চুরির ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ সদর থানার এসআই ইন্দ্রনীলের নেতৃত্বে একদল পুলিশ কলাপাতা রেস্টুরেন্টের সামন থেকে চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে মিজানুর রহমানকে (২০) আটক করে। সে হবিগঞ্জ শহরের সার্র্কিট হাউজ এলাকায় বসবাস করে আসছে। অপরদিকে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় বণিক জুয়েলার্সের ক্যাশবাক্স থেকে নগদ টাকা চুরি করার সময় হাতেনাতে ২ চোরকে আটক করা হয়। পরে তাদেরকে গণধোলাই দিয়ে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- বি-বাড়িয়া জেলার ...

বানিয়াচঙ্গে স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

 (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে নিজের দোকান থেকে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সুমন দেব (২০) নামের ওই ব্যবসায়ীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সুমন বানিয়াচং উপজেলা সদরের রঘু চৌধুরীপাড়া এলাকার জীতেন্দ্র দেবের ছেলে। রবিবার সকাল ১১টায় পুলিশ বানিয়াচংয়ের সৈয়দপুর বাজারস্থ তার দোকান থেকে লাশ উদ্ধার করে।জানা যায়- প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন সুমন দেব। রবিবার সকাল ১০টা পর্যন্ত বাড়িতে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে দোকানে আসেন। এসময় বাইরে থেকে দোকানের সার্টারে তালা ঝুলতে দেখেন। তালা খুলে ভেতরে সুমনের লাশ পড়ে থাকতে দেখে বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের ...

রিচি গ্রামে বৃন্দাবন কলেজ ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রথম সেবা ডেস্ক॥ পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। স্থানীয় সূত্র জানায়, রিচি গ্রামের মনু মিয়ার পুত্র হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ডিগ্রী পড়–য়া ছাত্র জালাল মিয়া (২২) পারিবারিক কলহের জের ধরে গতকাল রবিবার সকালে বিষপান করে ছটফট করতে থাকে। এ দৃশ্য দেখে স্বজনরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে তাকে কিছুক্ষণ চিকিৎসা করলে এক পর্যায়ে জালাল জানায়, সে বিষপান করেছে ঠিকই কিন্তু বিষ তার পেটে যায়নি। তাকে চিকিৎসা করতে হবে না। তার কথা বিশ্বাস না করে স্বজনরা তার চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ করেন। পরে চিকিৎসকরা আবারও তার মুখে পানি ঢেলে বিষ বের করার চেষ্টা করেন। এতে ...

নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা…

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রাণীগাঁও গ্রামে রবিবার বিকেলে কীটনাশক পান করে রুনু রাণী দাশ নামের এক যুবতী আত্বহত্যা করেছে।জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের সুকুমার দাশের কন্যা রবিবার বিকেলে নিজ ঘরে থাকা এনড্রিন জাতীয় বিষ পান করে ছটপট করতে থাকে। এ ঘটনা দেখতে পেয়ে তার আত্মীয় স্বজন দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছার পর তার মৃত্যু হয়। গ্রামবাসী সূত্রে জানাযায়, তার কাকাতো ভাই সৌরভ দাশ তাকে গালাগালি ও মারধোর করায় অভিমানে সে আত্বহত্যা করেছে।

খোয়াই তীরের অসম্পূর্ণ রাস্তা, দুর্ভোগ….

প্রথম সেবা ডেস্ক॥ হবিগঞ্জ জেলা শহর সংলগ্ন খোয়াই নদীর ডান তীরের রাস্তা পাকা করণের কাজ অসম্পুর্ণ থাকায় যোগাযোগের ক্ষেত্রে মারাত্বক ভাবে বিঘ্নিত সৃষ্টি হচ্ছে জনসাধারণের। রাস্তাটি সম্পুর্ণ পাকাকরণ না হওয়ায় এখন পর্যন্ত কোন যান চলাচল করতে পারছে না। ফলে পূর্ব অঞ্চলের লোকজন দির্ঘ পথ পায় হেটে জেলা শহরে তথা বিভিন্ন পেশার মানুষ কর্মস্থলে যান। রাস্তাটির কাজ  কবে সমাপ্ত হবে এ নিয়ে  জনসাধারণের মাঝে কৌতুহলের সৃষ্টি হচ্ছে।প্রকাশ, খোয়াই নদীর মাছুলিয়া ব্রীজ হতে মশাজান ব্রীজ পর্যন্ত রাস্তা পাকাকরণ উন্নয়ন  কর্মসূচীর মাধ্যমে গত ২০১১ সালের ২৪ অক্টোবর মাছুলিয়া সাইফুর রহমান ব্রীজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেণ  হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু জাহির  ।উদ্ভোধনের পর রাস্তাটি মাছুলিয়া ব্রীজ থেকে ২কিলো ...

চুনারুঘাটে নিউমোনিয়ার প্রকোপ..

প্রথম সেবা ডেস্ক॥  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এতে এলাকার শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। গতকাল পর্যন্ত বিভিন্ন এলাকার নিউমোনিয়া আক্রান্ত ৪০জন শিশু চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে।হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনই নিউমোনিয়ার মূল কারণ বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।উপজেলার ভোলারজুম গ্রামের সাইদুর রহমান (৩মাস), মুখীপুর গ্রামের সোহাগ (১৮ মাস), হুরপাড়া গ্রামের মাহিন (৬ মাস), পাকুড়িয়া গ্রামের আজগর (৫ বছর), সাটিয়াজুরী গ্রামের বেবী (১ দিন), রূপসপুর গ্রামের সবুজ (৩ মাস), হিমালিয়া গ্রামের তামান্না (৩ মাস), ফুলপুর গ্রামের নুসরাত (৮ মাস), বড়জুষ গ্রামের তানবীর (২ মাস), রাণীগাঁও গ্রামের তোফা (১১ মাস), বড়াব্দা গ্রামের মিহা (৯ মাস), জারুলিয়া গ্রামের মাহিয়া (২ মাস), কালিকাপুর গ্রামের নিফা (৩ বছর), মিরাশী গ্রামের সুমাইয়া (২মাস), গোগাউড়া গ্রামের ...

বানিয়াচঙ্গ মাধবপুর ও চুনারুঘাটে আলাদা সংঘর্ষ হামলায় আহত ২৬

প্রথম সেবা ডেস্ক॥ বানিয়াচঙ্গ, মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন স্থানে আলাদা সংঘর্ষ হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছে। বানিয়াচঙ্গ ঃ কাগাপাশা ইউনিয়নের হায়ধরপুর গ্রামের মাজু মিয়া ও আজাদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকাল ৮টায় মাজু মিয়া ও আজাদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। গুরুতর আহত আজাদ মিয়া (৪৫), ফরিদ মিয়া (৫০), শাহানুর আলম (৫০), আকিল শাহ (৩০), আব্দুস সালাম (২৫) ও রাশিদা খাতুনকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর ঃ বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের নোয়াব আলী ও মধু মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল ...

নবীগঞ্জে চাচাতো ভাইদের নির্যাতনের শিকার হয়ে বিষপানে মারা গেছে স্কুলশিক্ষিকা

প্রথম সেবা ডেস্ক॥ নবীগঞ্জের পল্লীতে চাচাতো ভাইদের নির্যাতনের শিকার হয়ে রুনু রানী দাস (২০) নামে এক স্কুলশিক্ষিকা বিষপানে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেলে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রাণীগাঁও গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগাঁও গ্রামের সুকুমার দাশের মেয়ে, স্থানীয় সিদ্দিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুনু রানী গতকাল বিকেলে বিষপানে আক্রান্ত হয়ে ঘরে ছটফট করতে থাকেন। পরে তার এক বান্ধবী এসে তার মুখে বিষের গন্ধ পেয়ে পরিবারের লোকদের খবর দেন। সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রুনুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। একটি সূত্র জানায়, ...

ধলাই থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম সেবা ডেস্ক॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পুরাতন ব্রিজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধলাই নদীর পুরাতন ব্রিজের পাশে একটি লাশ ভাসতে দেখে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বাংলাদেশ বনাম হংকং..

প্রথম সেবা ডেস্ক॥ এশিয়ান গেমসে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এসেছে ঐতিহাসিক জয়।দ্বিতীয় ম্যাচে খেতে হয়েছে হোঁচট। উজবেকদের কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে। এরপরও শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের সামনে। হংকংকে হারাতে পারলেই অর্জিত হবে অনন্য সম্মান।ফিফা র‌্যাঙ্কিংয়েই হংকং- বাংলাদেশ দল প্রায় সমান উচ্চতায় অবস্থান করছে। তবে আগের লড়াইয়ের হিসেবে কিছুটা হুমকি আছে বাংলাদেশের সামনে।এ নিয়ে পঞ্চমবারের মতো ফুটবল মাঠে হংকংকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। আগের চারবারের লড়াইয়ে তিনবারই শেষ হাসি ছিলো হংকংয়ের। বাকি একটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। অর্থাৎ দলটির বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। সুতরাং সোমবারের ম্যাচটি হতে পারে ইতিহাস গড়ার ...