নবীগঞ্জে চাচাতো ভাইদের নির্যাতনের শিকার হয়ে বিষপানে মারা গেছে স্কুলশিক্ষিকা

প্রথম সেবা ডেস্ক॥ নবীগঞ্জের পল্লীতে চাচাতো ভাইদের নির্যাতনের শিকার হয়ে রুনু রানী দাস (২০) নামে এক স্কুলশিক্ষিকা বিষপানে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেলে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রাণীগাঁও গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগাঁও গ্রামের সুকুমার দাশের মেয়ে, স্থানীয় সিদ্দিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুনু রানী গতকাল বিকেলে বিষপানে আক্রান্ত হয়ে ঘরে ছটফট করতে থাকেন। পরে তার এক বান্ধবী এসে তার মুখে বিষের গন্ধ পেয়ে পরিবারের লোকদের খবর দেন। সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রুনুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। একটি সূত্র জানায়, সুকুমার দাশের ৩ কন্যা থাকায় হিন্দু সম্পত্তি আইনের বিধি মোতাবেক সম্পত্তি পাওয়ার আশায় তাদের সাথে তার চাচাতো ভাইরা প্রায়ই ঝগড়া বিবাদ করতো। কারণে-অকারণে তাদের উপর নির্যাতন করতো স্কুলশিক্ষিকা রুনুর চাচাতো ভাইয়েরা। অভিযোগ পাওয়া গেছে গতকাল সকালে রুনুর চাচাতো ভাই সুমন দাশ ও নয়ন দাশ তাকে মারপিট করে। এক পর্যায়ে সুমন দাশ তাকে ধর্ষণের চেষ্টা চালায়। একের পর এক নির্যাতনের কোন বিচার না পেয়ে সবশেষে ধর্ষণের চেষ্টার ঘটনায় লজ্জায় অপমানে বিষপান করে রুনু দাশ। হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সুমন ও তার লোকজন রুনু দাশের লাশ তড়িগড়ি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাসপাতালের লোকজন পুলিশকে খবর দিলে লাশ রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই ইন্দ্রনীল লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। পুলিশ জানায়, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *