বানিয়াচঙ্গ মাধবপুর ও চুনারুঘাটে আলাদা সংঘর্ষ হামলায় আহত ২৬

প্রথম সেবা ডেস্ক॥ বানিয়াচঙ্গ, মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন স্থানে আলাদা সংঘর্ষ হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছে। বানিয়াচঙ্গ ঃ কাগাপাশা ইউনিয়নের হায়ধরপুর গ্রামের মাজু মিয়া ও আজাদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকাল ৮টায় মাজু মিয়া ও আজাদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। গুরুতর আহত আজাদ মিয়া (৪৫), ফরিদ মিয়া (৫০), শাহানুর আলম (৫০), আকিল শাহ (৩০), আব্দুস সালাম (২৫) ও রাশিদা খাতুনকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর ঃ বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের নোয়াব আলী ও মধু মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল সন্ধ্যায় নোয়াব আলী ও মধু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে বাবুল মিয়া (২৫), মধু মিয়া (৫০), সজল মিয়া (৩০) ও খোশবানুকে (৪৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।চুনারুঘাট ঃ শনিবার সকালে উবাহাটা ইউনিয়নের বড়কোটা গ্রামের ইউনুছ আলী (৪০) বাড়ি থেকে বের হয়ে দেখেন একই গ্রামের আইয়ূব আলী, আশুক মিয়া ও মাসুক মিয়া তার জমিতে আসা সেচের পানির মুখ বন্ধ করছেন। ইউনুছ আলী তাদের বাধা দিলে আইয়ূব আলী, মাসুক ও আশুক মিয়া তাদের দলবল নিয়ে ইউনুছ আলীর উপর হামলা চালান। মূমূর্ষ অবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *