খোয়াই তীরের অসম্পূর্ণ রাস্তা, দুর্ভোগ….

প্রথম সেবা ডেস্ক॥ হবিগঞ্জ জেলা শহর সংলগ্ন খোয়াই নদীর ডান তীরের রাস্তা পাকা করণের কাজ অসম্পুর্ণ থাকায় যোগাযোগের ক্ষেত্রে মারাত্বক ভাবে বিঘ্নিত সৃষ্টি হচ্ছে জনসাধারণের। রাস্তাটি সম্পুর্ণ পাকাকরণ না হওয়ায় এখন পর্যন্ত কোন যান চলাচল করতে পারছে না। ফলে পূর্ব অঞ্চলের লোকজন দির্ঘ পথ পায় হেটে জেলা শহরে তথা বিভিন্ন পেশার মানুষ কর্মস্থলে যান। রাস্তাটির কাজ  কবে সমাপ্ত হবে এ নিয়ে  জনসাধারণের মাঝে কৌতুহলের সৃষ্টি হচ্ছে।প্রকাশ, খোয়াই নদীর মাছুলিয়া ব্রীজ হতে মশাজান ব্রীজ পর্যন্ত রাস্তা পাকাকরণ উন্নয়ন  কর্মসূচীর মাধ্যমে গত ২০১১ সালের ২৪ অক্টোবর মাছুলিয়া সাইফুর রহমান ব্রীজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেণ  হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু জাহির  ।উদ্ভোধনের পর রাস্তাটি মাছুলিয়া ব্রীজ থেকে ২কিলো মিটার ও মশাজান ব্রীজ হতে প্রায় ১কিলো মিটার পাকা করণের কাজ শেষ হয়েছে। কিন্তু মাঝের অংশের প্রায় ২কিলো মিটার রাস্তার পাকা করণের কোন উদ্যোগ সহসাই হচ্ছেনা। ফলে শহরের পূর্ব অঞ্চলের বিপুল জনসাধারণের দুর্ভোগ লেগেই আছে। রাস্তটি পাকা হলে তেঘরিয়া,ভাদৈ, ছয়ঘরিয়া, আছিপুর,মশাজান আটঘরিয়া,আউশপাড়া, শরীরফপুর, চানপুর হাতিরথান, সুলতানশি সহ বাহুবল উপজেলার হবিগঞ্জ গামী অসংখ্যক লোকজন মশাজান ব্রীজ থেকে ওই রাস্তায় মাছুলিয়া ব্রীজ দিয়ে নিরাপদে সহজেই শহরে প্রবেশ করতে পারবে। ভাদৈ গ্রামের আদম আলী জানান নদীর বাঁধের উপর রাস্তাটি পাকা হলে আমাদেও অনেক সুবিধা হবে । গাড়ি চলাচল করবে লোকজন, ছাত্রছাত্রীরা স্কুল  কলেজে কম সময়ে পৌছতে পারবে। ২কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় লোকজন কর্মস্থলের সাথে অতিকষ্টে যোগাযোগ অব্যাহত রাখছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *