চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন ছুরত আলী’র স্ত্রী লিপি ও তার পরিবার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের আব্দুর রহিমপুর গ্রামের ছুরত আলী’র স্ত্রী লিপি আক্তার এখন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এলাকার একদল কুচক্রী মহলের উপর মামলা করায় তারা এখন লিপিকে নাজেহাল করতে মরিয়া হয়ে উঠেছে। জানা যায়, আব্দুর রহিমপুর গ্রামের ছুরত আলী’র স্ত্রী লিপি বেগম (৩০) বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় ঘটনার সাথে জড়িত ৪ জনকে। তারা হলেন আব্দুর রহিমপুর গ্রামের আব্দুর রউফ (৩০), আব্দুল হান্নান (২৮), আব্দুল হামিদ (৩২) ও আব্দুল জাহির (৩৮)। মামলা দায়েরের পর থেকে ওই মামলার বাদী গৃহবধু লিপিকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিয়ে আসছে। আসামীদের হুমকি-ধামকিতে লিপি ও তার স্বামী ছুরত আলীর পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন। পরে ওই আসামীদের বিরুদ্ধে হবিগঞ্জ কোর্টে লিপি আক্তার বাদী হয়ে ৭ ধারা মামলা দায়ের করেন। আসামীরা একটি প্রভাবশালী মহলের ইশারায় লিপি আক্তার ও তার স্বামী ছুরত আলী বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে বলে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি মিথ্যা অভিযোগ দায়ের করলে এলাকার মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এলাকাবাসী মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযত কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *