চুনারুঘাটে আসল মুক্তিযোদ্ধার নাম দিয়ে নকল মুক্তিযোদ্ধাদের ভাতা উত্তোলন

স্টাফ রিপোর্ট ॥ চুনারুঘাট উপজেলার আসল মুক্তিযোদ্ধা নাম দিয়ে নকল মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করা হয়। জানা যায় গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়োন কবির চৌধরী দীঘদিন যাবত বিদেশসহ পরিবারের বসাবসরত আছেন। ২০১০ সালে জুলাই অর্থবছরের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা তার নামে বরাদ্দ ও ভাতা বই ইস্যু কার হয় । কে বা কারা তার নামের ভাতা উত্তোলন করেছেন। উল্লেখ্য, জুলাই ২০১০ হতে ২০১১ সালে ডিসেম্বর পযন্ত বইর মাধ্যমে উত্তোলন করা হয়। ২০১১ সালে সরকারের নিদেশ অনুযায়ী মুক্তিযোদ্ধারা ১০ টাকা ব্যাংক হিসাব খোলার জন্য বলা হয়। ২০১২ সালে জানুয়ারী হইতে ২০১৪ সালে জুন পযন্ত মুক্তিযোদ্ধা ব্যাংক হিসাবে হস্তাতর করা হয়। সেই শুবাদে মুক্তিযোদ্ধারা নিজ নিজ হিসাব নম্বর থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আসছেন। ২০১৩ সালে অর্থ বছরের থেকে মুক্তিযোদ্ধা বিধাব স্তী ও নতুন করে সন্তানদের ভাতা বরাদ্দ দেওয়া হয়। ইহাতে দেখা যায় বিদেশে বসাবসরত মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ও স্বদেশ রন্জন সরকার অনন্য উপজেলার মুক্তিযোদ্ধার গেজেট ও চুনারুঘাট উপজেলার অনন্য মুক্তিযোদ্ধার গেজেট ব্যবহার করে নকল মুক্তিযোদ্ধার নামে ভাতা বই ইস্যু করা হয়। উক্ত বই মাধ্যমে ভাতা উত্তোলন করা হয়। উল্লেখ থাকে যে, মুক্তিযোদ্ধা ভাতা নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে হস্তান্তার কারা কথা। কিন্ত সমাজসেবা নাম দারী খতিপয় মুক্তিযোদ্ধা সহয়েগিতায় ২০১২ জানুয়ারী হইতে ২০১৪ জুন পযন্ত হুমায়োন কবিরের সস্মানী ভাতা হিসাব নম্বর না থাকাতে হস্তান্তার করা হয়নাই ফলে ২০১৩ জুলাই অর্থ বছরের ভাতা এবং ২০১৪ জুলাই সেম্বও পযন্ত সকল মুক্তিযোদ্ধাদের ভাতা বই মাধ্যমে উত্তোলন করার জন্য বলা হয়। ব্যাংক হিসাব নম্বরে সম্বানী ভাতা হস্তাত্তার না করাতে বিপুল পরিমানে টাকা আতসাত করা হয়েছে। উপরে উল্লেখিত তথ্য গুলি সরজমিনে তদন্ত এবং প্রশাসনিক আইনুগ ব্যবস্থা গ্রহন করা জন্য দাবী জানাচ্ছি মুক্তিযোদ্ধার।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *