ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা শায়েস্তাগঞ্জ গোল চত্তর মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে সিলেট পর্যন্ত অধিকাংশ স্থানেই এবড়ো থেবড়ো ও খানা খন্দকে ভরে গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও সড়ক উল্টে তৈরী হয়েছে আইল। এমন পরিস্থিতিতে দুরপাল্লার গাড়ি চলাচলে যেমন অসুবিধার সৃষ্টি হচ্ছে তেমনি ভাবে বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিনই কেথাও না কোথাও খানা খন্দকে আটকে বাস- ট্রাক বিকল হচ্ছে। ঘটছে প্রাণহানীকর দুর্ঘটনা। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) অধিক ঝুকিপূর্ণ গর্ত ও এবরো থেবড়ো স্থান মেরামত করলেও তা উলেখ্য যোগ্য নয়। মাধবপুর থেকে মিরপুর পর্যন্ত প্রায় ৪০ কিঃমি সড়কে অন্তত ২ শতাধিক স্থান এবরো থেবরো হয়ে গেছে। পিচঁ পাথর খসে তৈরী হয়েছে আইন এমন সংখ্যা ও রয়েছে অসংখ্য। ঝুকিপূর্ণ মহাসড়ক দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে দূর পাল্লার হাজারও  গাড়ি। হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধরী এ প্রতিবেদককে জানান, মটর যান ক্রয়ে ও যান চলাচলে সরকার দ্বিগুন হারে টেক্স নেয়। অথচ মহাসড়ক ও ফারি সড়কগুলো মেরামতে যথাযত উদ্যোগ গ্রহণ করেন না। ভাঁঙ্গা ছোড়া সড়কে গাড়ি চলাচলে প্রতিনিয়ত দুঘর্টনার শিকার হয়। গর্তে পড়ে বিকল হয় গাড়ি। মটর মালিক গ্র“প সেক্রেটারী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ তেমুনিয়া পয়েন্ট,  মিরপুর, জি.এম ব্রাদার্স ফিলিং স্টেশন, আল আমিন হোটেল, শেরপুর অংশ অত্যান্ত ঝুকিপূর্ন। এ মহাসড়কে ট্র্যাফিক আইন বলতে যা বুঝায় এর অধিকাংশই অনুপস্থিত। যত্রতত্র ট্রাকসহ নানারকম যানবাহন ষ্ট্যান্ড করে রাখা, মালামাল লোড-আনলোড করা, ওভারলোড বহন নিত্যদিনের ঘটনা। মহাসড়ককে ষ্ট্যান্ড বানিয়ে সহজ চলাচল দুর্ভেদ্য করে রাখা যেন ট্রাফিক আইনের আওতায়ই পড়েনা। এছাড়া বিশ্বরোডের মোড়, মাধবপুর উপজেলা সদর, জগদীশপুর, শায়েস্তাগঞ্জ, নতুনব্রীজ থেকে ঢাকামুখী সিএনজি ষ্টেশন পর্যন্ত ট্রাক মালামাল বুঝাই ও খালি ট্রাক দাঁড় করিয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত করা হচ্ছে। জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে ট্রাকের জটলা দুর্ঘটনার একটি কারণ। সন্ধার পর থেকে সারারাতব্যাপী এখানে ভারী ট্রাকের ভীড়ে ভয়ংকর রূপ ধারন করে। এসব প্রতিকূল অবস্থা সামনে নিয়ে জানমালের ঝুঁকি নিয়ে মহাসড়কের যানচালক যাত্রী সাধারনের জীবন বিপন্নের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। এসব সমস্যা যারা নিয়ন্ত্রন করবেন তা তাদের মাথায়ই নেই। যে কারণে হতভাগ্য যানচালক যানমালিকদের যেমন খেসারত দিতে হচ্ছে। যাত্রী সাধারনের জীবনহানি, পঙ্গুত্ববরণ এখন ভাগ্যের লিখন হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও জনপথ এবং ট্রাফিক কর্তৃপক্ষ অসহায় যানচালক-মালিক ও যাত্রীসাধারনের ভোগান্তি নিরসনে উদ্যোগী হবেন এ প্রত্যাশা ভূক্তভোগীদের।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *