দেশে আসছে গরু ও ছগল

স্টাফ রিপোটার ॥ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মিয়ানমার থেকে দল বেঁধে আনা হচ্ছে গরু ছাগল। আর এসব গরু ছাগল রাজধানী ঢাকা হয়ে পরে বিভিন্ন জেলা শহরে পাইকারী ব্যবসায়ীরা ক্রয় করে জবাই করে মাংস বিক্রি করছে। এতে যে কোন সময় প্রান ঘাতি রোগ মেনিনজাইটিস মানুষের দেহ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র জানায়, মিয়ানমারের আরাকান বাক্যে মিনিনজাইটিস রোগে অনেক মানুষ মারা যাচ্ছে। আর এ খবর দেশে ছড়িয়ে পড়লে মিয়ানমারের গরু দেশে প্রবেশে কঠোর নির্দেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কোন গবাদি পশু দেশে প্রবেশ না করতে সং¯িষ্ট জেলা প্রশাসনকে সর্তকতামূলক নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অবাধে দেশে গরু ছাগল আনা হচ্ছে। আর এসব গরু ছাগল স্থানীয় ভাবে ও পরীক্ষা নিরীক্ষায় ছাড়া জবাই করে অবাধে মাংস বিক্রি করা হচ্ছে। ফলে যে কোন সময় সাধারণ মানুষ নিজ অজান্তই প্রানঘাতি মেনিনজাইটিস রোগে আক্রান্তসমূহ সম্ভাবনা রযেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *