বিজয়ের প্রতিধ্বনি প্রকাশনা অনুষ্ঠান

খন্দকার আলাউদ্দিন ॥ প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন গণমাধ্যম হচ্ছে গণতন্ত্র সুরক্ষার অপরিহার্য্য অংশ। সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। গণমাধ্যমকে সুশাসন কায়েমের জন্য এবং সামাজিক বৈষম্য ও দূর্নীতি রোধে কথা বলতে হবে। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেলে গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কাজ করেছেন। ২০০৯ সালে অবাধ তথ্য অধিকার আইন পাশ হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মানহানীকর সংবাদ প্রকাশ করার কারণে দায়েরকৃত ে এরপর পৃষ্ঠা-২ মামলায় পূর্বে গ্রেফতারী পরোয়ানা জারী হতো। বর্তমান সরকার সেটা রহিত করে নোটিশ জারী করার ব্যবস্থা করেছে। সাংবাদিকদের কল্যাণের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। গত কয়েকদিন পূর্বে ১শ’ ৮৭ জন সাংবাদিককে আর্থিক অনুদান দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিএম দিলওয়ার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে হবিগঞ্জে সংবাদপত্রের বিকাশ- সমস্যা ও সম্ভাবনা শীর্ষক” প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রেসক্লাব সভাপতি মোঃ নাহিজ, ড. সৈয়দ শাহ এমরান, সাপ্তাহিক নগরবার্তা ও ক্যাম্পাস টুডে এর সম্পাদক রাজীব শেখ, গাজী মোঃ শাহ নেওয়াজ, কবি তাহমিনা বেগম গিনি, দৈনিক বিজয়ের প্রতিধ্বনী পত্রিকার সম্পাদক মোঃ আনিসুর রহমান আদিল। সভায় প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নবপ্রকাশিত পত্রিকার মোড়ক উন্মোচন করেন। এছাড়া প্রকাশিত পত্রিকার পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি ক্রেস্ট দেয়া হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *