ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে আগমনকারীদের করণীয়

প্রথম সেবা ডেস্ক ॥ বিশ্বব্যাপী উৎসুক জনতা প্রত্যাশা ও আকাক্সক্ষা পোষণ করে যুক্তরাষ্ট্রে আগমনের। তাদের প্রত্যেকেরই বিশ্বাস যে, একমাত্র যুক্তরাষ্ট্রেই তাদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। ফলে প্রায় সব দেশের লোকজন প্রতিনিয়ত প্রচেষ্টা চালায় যে, কিভাবে যুক্তরাষ্ট্রে আসা যায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ইদানীং বাংলাদেশ থেকে ‘বি-১-বি-২ ভিসায়’ যুক্তরাষ্ট্রে আগমনের বেশ হিড়িক পড়েছে। এ পরিস্থিতি একদিক থেকে যেমন শুভ ও আশাব্যঞ্জক, অন্যদিকে যারা যুক্তরাষ্ট্রে আসছেন তাদের জন্য হতাশাও বয়ে আনছে এবং বাড়তি ঝামেলার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যারা বাংলাদেশে নিজেদের মোটামুটি গুছিয়ে নিয়ে একটি অবস্থানে ও মর্যাদায় প্রতিষ্ঠিত করে নিয়ে ছিলেন তারা স্বপ্নের দেশ আমেরিকায় আসার ফলে নতুন করে নানা দ্বিধাদ্বন্দ্ব ও অনিশ্চয়তার মধ্যে পতিত হচ্ছেন। একদিকে যুক্তরাষ্ট্রের নতুন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না, অন্যদিকে দেশে অনেক কিছু গুটিয়ে ফেলায় দেশেও ফিরে যেতে পারছেন না। অনেকেই ধারণা করে থাকেন যে, ইনভেস্টমেন্ট ভিসা, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে সহজেই আমেরিকার গ্রিনকার্ড লাভ বা স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাওয়া যেতে পারে। কিন্তু উভয় ক্ষেত্রেই আইনগত বাধ্যবাধকতা, সংশ্লিষ্ট আইনের সাথে নিজের অবস্থানকে বৈধ করতে না পারা, প্রয়োজনীয় অর্থ ব্যয় করার সামর্থ্য অনেকেরই নেই। এ অবস্থায় স্ত্রী-পুত্র, পরিবার পরিজন নিয়ে অনেকেই বেশ ঝামেলার মধ্যে দিন কাটাচ্ছেন। অতএব যারা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে আসতে চান এবং যারা ইনভেস্টমেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসায় আসেন অথবা যারা যুক্তরাষ্ট্রে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে চান তাদের প্রত্যেকেরই উচিত উল্লিখিত ভিসাগুলো পাওয়ার শর্তাবলী কি? এসব কোনো ক্যাটাগরির ভিসা পাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ও ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে আগমন ও অবস্থানের সামর্থ্য আপনার আছে কিনা। ভিসা পাওয়ার পরও সবকিছু বিবেচনা করেই কারো যুক্তরাষ্ট্রে প্রবেশ করা উচিত। নিজ দেশে আপনার সাজানো সংসার, জীবনের অর্জনসমূহ পেছনে ফেলে অনিশ্চিত গন্তব্যের উদ্দেশে পাড়ি জমানো কতোটা বিবেচনা প্রসূত ও বুদ্ধিমানের কাজ তা ধীর-স্থিরভাবে ভেবে দেখা আবশ্যক। যুক্তরাষ্ট্রে এসেই প্রচুর অর্থ-বিত্তের মালিক বনে যাওয়া কিংবা সচ্ছল স্বাচ্ছন্দ্য জীবনযাপনের অধিকারী হওযার নিশ্চয়তা কেউ দিতে পারে না। যারা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছেন এবং নানা রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাদের উচিত বাংলাদেশে অবস্থানরত আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে যুক্তরাষ্ট্রে অর্জিত অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করা। তাহলে দেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, মধ্যম শ্রেণীর ব্যবসায়ীদের মতো প্রতিভাবান ও সম্ভাবনাময় মানুষগুলোর অনিশ্চিত ভবিষ্যতের পানে পাড়ি দিয়ে দুই কূল হারানোর আশঙ্কা থাকে না। সাম্প্রতিককালে অনেক অনুসন্ধিৎসু মানুষ বাংলাদেশ থেকে আসা ভাই বোনদের জন্য যুক্তরাষ্ট্রে সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে জানতে ফোন করে থাকেন। সেজন্য বাস্তবতা সম্পর্কে সাধারণভাবে সকলকে জানানোর প্রয়োজনবোধ থেকেই একজন সচেতন বাংলাদেশী আমেরিকান হিসেবে আমার এ প্রচেষ্টা। এ তথ্যগুলো কারো প্রয়োজনে আসতে পারে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *