যে কারণে স্থগিত হলো রশিদপুর গ্যাসক্ষেত্রের নতুন কূপের উদ্বোধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৮নং কূপ থেকে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরুর কথা থাকলে হরতালের কারণে স্থগিত হয়ে গেছে। ফলে প্রতিদিন ১৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি যাচ্ছে না। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেইন মনসুর প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমে উদ্বোধন করার কথা ছিল। রোববারের হরতালকে কেন্দ্র করে অনুষ্ঠানটি স্থগিত হয় বলে একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে। রশিদপুর গ্যাস ফিল্ডের ৮নং কূপ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও মহাব্যবস্থাপক (অপারেশন) আমীর হোসেন জানান, দেশের গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতা অগমেন্টেশন অব গ্যাস প্রোডাকশন আন্ডার ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের অধীনে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর রশিদপুর গ্যাস ফিল্ডে ২০১০ সালে সম্পাদিত এিমাএিক ভূকম্পন জরীপের ফলাফলের উপর ভিওি করে রশিদপুর -৮নং কূপের খনন কাজ শুরু করা হয়। গত ৪ জুন এই খনন কাজ শুরু করে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রয়াত্ব সংস্থা গ্যাজপ্রম ইন্টারগ্যাশনাল। ২৯৯০ মিটার খনন করতে এবং সম্পুর্ণরূপে কাজ সমাপন করতে ৬৫ দিন লাগে। কূপ পরীক্ষণকালে ১৫.৪৪ মিলিয়ন ঘনফুট হাওে গ্যাস উৎপাদিত হয়েছে। তিনি আরও জানান, গত ২৭ আগস্ট কূপটি থেকে বানিজ্যিক ভিত্তিতে গ্যাস উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিন গ্যাস প্রক্রিয়াকরণ প্লান্টে প্রসেসিং করে উও-দক্ষিণ গ্যাস পাইপ লাইনের মাধ্যমে জাতীয় গ্রীডে সরবরাহকরা হচ্ছে। তিনি রশিদপুর ৮নং কুপে উৎপাদিত গ্যাস দেশের বিরাজমান জ্বালানী চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখেন বলে আশাবাদ ব্যক্ত করেন। রশিদপুর গ্যাস ফিল্ডের ৮নং কূপ হতে গত বুধবার রাত ৮টায় সময় জাতীয় গ্রীডে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহের কাজ শুরু করে কর্তৃপক্ষ। এসময় কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষার পর গতকাল বৃহস্পতিবার সকালে আবারো সরবরাহ শুরুকরা হয়। প্রাথমিকভাবে ১২/১৩ লাখ ঘনফুট করে গ্যাস সরবরাহ হলেও আজ থেকে তা ১৫ লাখ ঘনফুটে উন্নীত হবে । সংশ্লিষ্ট সূত্র জানায়, বাহুবল উপজেলাধীন গ্যাসফিল্ডটি ১৯৬০ সালে প্রস্তুত করা হলেও ৭টি কূপ খননের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়। একই সাথে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা হয়। পওে ওই গ্যাস ফিল্ডের আওতাধীন এলাকর থ্রি-ডি সাইসমিক জরিপ চালায় বাপেক্স। ৩২৫ বর্গ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শেষে নতুন গ্যাস মজুদের সন্ধান মিলে। খনন করা হয় ৮নং কূপ। গত ১আগস্ট রাশিয়ান প্রতিষ্ঠান গ্যজফ্রম পরীক্ষামূলকভাবে গ্যাস উওোলন শুরু করে এই খনন কাজে ব্যয় হয় প্রায় ১৬০ কোটি টাকা। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড, হোসেইন মনসুর জানান,রশিদপুর গ্যাস ফিল্ডে আরও কূপ খনন করা হবে। এই গ্যাস ফিল্ডের আশেপাশের এলাকায় এখনও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। নতুন কূপ খননের কাজ করবে বাপেক্্র । সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের এমডি ইমাম হোসেন জানান,৯নম্বর কূপে বর্তমানে পরিবেশ সমীক্ষার কার্যক্রম চলছে। বাপেক্্র থেকে রিগ পাওয়া সাপেক্ষে সেখানেও ৮নং কূপের অনুরুপ গ্যাস পাওয়া যেতে পারে। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেইন মনসুর আরও জানান, রশিদপুর গ্যাস ফিল্ড এলাকার প্রাকৃতিক সৌর্ন্দয যাতে পর্যটকরা উপভোগ করতে পারে তার জন্য সেখানে পর্যটর শ্যাড নির্মান করা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *