লামাতাসীর চেয়ারম্যান টেনু’র বিরুদ্ধে দুদকে অভিযোগ ॥ ৩ বছরে ১১ লাখ টাকা আত্মসাতলামাতাসীর চেয়ারম্যান টেনু’র বিরুদ্ধে দুদকে অভিযোগ ॥ ৩ বছরে ১১ লাখ টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান টেনুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। পাশাপাশি, ওই ইউনিয়নের সকল সদস্যগণ তার বিরুদ্ধে অনাস্থা দেয়ার জন্য অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন। অভিযোগে প্রকাশ, চেয়ারম্যান টেনু গত ৩ বৎসরে ১৪টি প্রকল্পের প্রায় ১১ লাখ টাকা আত্মসাত করেছেন। প্রকল্প গুলো হল, পরিষদের অফিস উন্নয়ন বাবদ বরাদ্ধকৃত ৪ মেট্রিক টন চাউলের ১ লাখ টাকার মধ্যে ৯০ হাজার টাকা। একই কাজের জন্য পৃথক বরাদ্ধের ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা। অফিসের আসবাবপত্র উন্নয়নের জন্য বরাদ্ধকৃত ১ লাখ ৫০ হাজার টাকা। ভূলকোট আদর্শ বিদ্যা নিকেতনের বাউন্ডারী দেয়াল নির্মাণের জন্য বরাদ্ধকৃত ১ লাখ ৫০ হাজার টাকা। একই স্কুলের গেইট নির্মাণের জন্য বরাদ্ধকৃত ৬০ হাজার টাকা ও বাউন্ডারীর জন্য পৃথক বরাদ্ধের ৫০ হাজার টাকা। ভৈরবী কোনা গ্রামে রাস্তা মেরামতের জন্য ও একই গ্রামের মরতুজ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের জন্য পৃথক দুটি বরাদ্ধের ৪ মেট্রিক  টন চাউলের ১ লাখ টাকা। ভৈরবী কোনা গ্রামের কালভার্ট নির্মাণ বাবদ বরাদ্ধকৃত ১ লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা। তগলী গ্রামের কালভার্ট নির্মানের জন্য বরাদ্ধকৃত ৮০ হাজার টাকা। ফিল্টার ক্যামেরা সামস্যাং বাবদ বরাদ্ধকৃত প্রায় ৩২ হাজার টাকার মধ্যে ১৭ হাজার টাকা। ল্যাপটপ ক্রয় বাবদ বরাদ্ধকৃত ৪৫ হাজার টাকা। কম্পিউটার প্রজেক্টর বাবদ বরাদ্ধকৃত ১ লাখ টাকা এবং ইকরাম কাউন্ডটাস ২টি ফ্যান, ১টি চেয়ার বাবদ বরাদ্ধকৃত ৩০ হাজার টাকা। সমুদয় আত্মসাতের মোট পরিমাণ ১০ লাখ ৭২ হাজার টাকা। অভিযোগে উল্লেখ, সরকারী বরাদ্ধের টাকা দিয়ে ল্যাপটপ ক্রয় করে নিজের পারিবারিক কাজে ব্যবহার করছেন চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু। এদিকে, গত ৬ মে পরিষদের সকল সদস্যগণ চেয়ারম্যান টেনুর বিরুদ্ধে অনাস্থা দিতে এক অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন। গত মঙ্গলবার প্রায় অর্ধ শতাধিক ইউনিয়নবাসীর স্বাক্ষরযুক্ত দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগ পত্রের সাথে পরিষদের সদস্যগণের স্বাক্ষর করা অঙ্গীকারনামাটিও সংযুক্ত করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *