শেডটি পাচার অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ শেড-টি পাচার থেমে নেই। বাগানে চা-শ্রমিকরাইএখন শেডটি পাচার করেছে। রাস্তায় কোথাও আটকা পড়লে বলছে বাড়ির গাছ। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাারের সিল মোহর চিহ্নত কোন কাগজ পত্র আছে কিনা জানাতে চাইলে জানায়, ও গুলো নেই। গতকাল রবিবার সকালে চান্দপুর সড়কের সুতাং নদীর ব্রীজ সংলগ্ন স্থানে বিমল নামে এক চা-শ্রমিকের গাছ পাচারের দৃশ্য ক্যামেররা বন্দি করলে এ কথা বলে। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চা-শ্রমিকরাই উল্লেখ্যযোগ্য হারে শেড-টি পাচার করছে। শেড-টি পাচারকারী চা-শ্রমিকরা বাগানে চলাচলের সুবিধা হওয়া তারা রাতের আধাঁরে তারা শেড-টি কেটে ভোর বেলায় হাত বদল করে। বিনিময়ে তারা পায় গাছের অর্ধেক মূল্য। অন্য পাচারকারীরা স্থানীয় ছ’মিলে নিয়ে চিরাই করে পাচার করে থাকে

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *