Daily Archives: September 1, 2014

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা শায়েস্তাগঞ্জ গোল চত্তর মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে সিলেট পর্যন্ত অধিকাংশ স্থানেই এবড়ো থেবড়ো ও খানা খন্দকে ভরে গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও সড়ক উল্টে তৈরী হয়েছে আইল। এমন পরিস্থিতিতে দুরপাল্লার গাড়ি চলাচলে যেমন অসুবিধার সৃষ্টি হচ্ছে তেমনি ভাবে বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিনই কেথাও না কোথাও খানা খন্দকে আটকে বাস- ট্রাক বিকল হচ্ছে। ঘটছে প্রাণহানীকর দুর্ঘটনা। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) অধিক ঝুকিপূর্ণ গর্ত ও এবরো থেবড়ো স্থান মেরামত করলেও তা উলেখ্য যোগ্য নয়। মাধবপুর থেকে মিরপুর পর্যন্ত প্রায় ৪০ কিঃমি সড়কে অন্তত ২ শতাধিক স্থান এবরো থেবরো হয়ে গেছে। পিচঁ পাথর খসে তৈরী হয়েছে আইন এমন সংখ্যা ও রয়েছে অসংখ্য। ঝুকিপূর্ণ মহাসড়ক দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে দূর ...

সৎ ভাইয়ের হামলায় বোন রক্তাক্ত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সৎ ভাইয়ের হামলায় বোন রক্তাক্ত গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় ওই মহিলাকে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত শনিবার বিকাল সাড়ে ৪ টায় চুনারুঘাট পৌর শহরে হাতুন্ডা গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে রোজিনা খাতুন (২১) কে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তারই সৎ ভাইয়েরা  মারপিট করে। ওই মহিলার ছোট ভাই  বাছির মিয়া খবর পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। আহত সেলিনা জানায় তার সৎ ভাই জাহির মিয়া, আঃ রহমান, তাহির মিয়া, ে এরপর পৃষ্ঠা-২ আহাদসহ তাদের পরিবারের লোকজন তাকে একটি ঘরে আটকে করে শারীরিক নির্যাতন করে। বাছির মিয়া ও স্থানীয় লোকজন নিয়ে তাকে উদ্ধার করে। সেলিনার ...

একটি বাড়ী একটি খামার প্রকল্পের টাকা আত্মসাত

শানখলা প্রতিনিধি ॥ চুনারুঘাটে একটি বাড়ী একটি খামার প্রকল্পের টাকা আত্মসাত করায় এক ব্যক্তিকে আটক করে শর্ত শাপেক্ষে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের শানখলা গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার একই গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র ফরিদ মিয়া ১ বছর পুর্বে ১০ জন সদস্যের কাছ থেকে ৫ হাজার ৪ শত করে ৫৪ হাজার টাকা উত্তোলন করে। নিয়মানুযায়ী ব্যাংকে টাকা জমা দেয়ার কথা থাকলে ফরিদ মিয়া ব্যাংকে টাকা জমা না দিয়ে নিজে আত্মসাত করে। বিষয়টি উপজেলা সমন্বয়কারী মহিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাৎখনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীরের নির্দেশে লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকালে ফরিদ মিয়াকে তার নিজ বাড়ী থেকে আটক করে। গত রোববার দুপুরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও ...