ডায়রিয়ায় দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হঠাৎ তীব্র গরম পড়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুই নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে শতাধিক শিশু। গত বুধবার তীব্র গরমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচন্ড গরম পড়ার সাথে সাথে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, নির্ধারিত বিছানা ২৫টি থাকলেও ভর্তি হয়েছে শতাধিক। অনেক অভিভাবক শিশুকে নিয়ে ওয়ার্ডের মেঝেতে পড়ে রয়েছেন। একদিকে গরম অন্যদিকে ময়লা আবর্জনার স্তুপে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে অসুস্থ শিশুরা আরো অসুস্থ হয়ে পড়ছে। অভিযোগ উঠেছে খাবার স্যালাইন ছাড়া হাসপাতাল থেকে রোগীদেরকে কিছুই দেয়া হচ্ছে না। এ ব্যাপারে আধুনিক হাসপাতালের ডাক্তার দেবাশীষ দাস এ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরকে জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে এসব রোগ বালাই দেখা দিয়েছে। তবে চিন্তার কোন কারণ নেই। ঠিকমত খাবার স্যালাইন দিলে ঠিক হয়ে যাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *