পরিবেশ ঝুঁকিতে চা শিল্প

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ছন্ডিছড়া চান্দপুর রামগঙ্গগা নিষিদ্ধ স্থানে বালু উত্তোলনের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রশাসন। ইতিপূর্বে আইন লংঘন করে ওইসব স্থানে বালু উত্তোলনের অনুমতি দেয়া হয়েছিল। ফলে পরিবেশের চরম বিপর্যসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী চা-বাগানের হাজার হাজার চা-গাছ ছড়ায় তলিয়ে গেছে। দুটি ব্রীজ, একটি কালভাট ধ্বংসে সম্পূর্ন রূপে  ধ্বসে পড়েছে। মাটি ও বালি ব্যবস্থাপনা আইন ২০১২ এর মতে চা-বাগানে বালু উত্তোলন সম্পূর্ন নিষিদ্ধ। এতে সড়ক ও মহাসড়কের ১ কিঃমিঃ ভিতরে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা রয়েছে। ওই সকল আইনের স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও জেলা প্রশাসন চা-বাগান গুলোর অভ্যন্তর থেকে বালু উত্তোলনের ইজারায় সুপারিশ করে খনিজ সম্পদ  মন্ত্রনালয়ে প্রেরন করেছে। কেউ কেউ রয়েছে বিপুল পরিমান টাকার সিন্ডিকেট গঠনে। স্থানীয় বিভিন্ন সুত্র জানায়, হবিগঞ্জ জেলার ৩১টি বালু মহাল রয়েছে। তন্মধ্যেমে ৮টি সাধারন এবং ২৩ টি সিলিকা বালু মহাল। খনিক সম্পদ মন্ত্রনালয় ২৩টি মহালকে সিলিকা বালু হিসেবে গন্য করে। তাকে ৮টি বনবিভাগ ও চা-বাগান অভ্যন্তরে। সেগুলো হলো জগদিশপুর, তেলিয়াপাড়া, ছন্ডিছড়া, সাতছড়ি, লাউয়াছড়া, আমতলি, খামাইছড়া ও খামাইছড়ার খ অংশ। সরকার পরিবেশ ও বাগান রক্ষায় এগুলো ইজারা বন্ধ রাখে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, কিছু সুবিধাভোগী লোক পাহাড় ও পরিবেশের ক্ষতিকরে বালু  উত্তোলন করছে। এতে করে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে চা-বাগান ও সংরক্ষিত বনগুলো। ২০১১ সালের ৯ আগস্ট ভূমি মন্ত্রনালয়ে এক পত্রে ে চট্রগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা প্রশাসককে চা-বাগানের ভিতরের বালু মহালগুলো ইজারা না দেয়ার নিদের্শক্রমে অনুরোধ জানান। তাছাড়া চা-বাগানের বালু মহালে বিদ্যমান দু’গ্র“পের পাল্টা-পাল্টি মামলা ও রয়েছে উচ্চতর আদালতে। সকল বাধাকে পাশ কাটিয়ে জেলা প্রশাসক আবারও চা-বাগানের বালু উত্তোলনের সুপারিশ করেন। আর এ সুযোগ প্রভাবশালী লিজ গ্রহীতারা ইতিমধ্যে চা-বাগানের বালু উত্তোলনের বিশেষ রাস্তা তৈরীর জন্য ঘোরাফেরা করছেন। সরে জমিন ঘুরে দেখা যায়, চা-বাগানের বালু উত্তোলনের ফলে তাদের সেকশনের প্রতিবছর হাজারও গাছ ছড়ায় তলিয়ে যাচ্ছে। চরম ঝুকিতে পড়ে বৈদেশিক মুর্দ্রা অর্জনকরী চা-শিল্প।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *