মিরাশী ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্সের করুণ দশামাঃ

ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভগ্ন দশা দেখা দিয়েছে। কয়েক বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝুঁকির মুখে পড়ে আছে, যেকোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে কিন্তু দেখার মত কোন লোক নেই। সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে মাটির নিচ পর্যন্ত পাকাটি ভেঙ্গে পড়ে আছে, ঘরের ভিতরে পিলারটিতে ফাটল ফাটল ধরেছে। হাসপাতালটির দরজাগুলো উইপোকা বাসা বেধেছে, জানালার কাচ ভেঙ্গে পড়ছে। এতে, হাসপাতালটি ঝুঁকির মুখোমুখি এবং প্রয়োজনীয় সেবা চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে । অপরদিকে, ডাক্তারদের আবাসিক কোয়ার্টারটিতেও ফাটল ধরেছে। হাসপাতালের ভিতরে কোন বৈদ্যুতিক ফ্যান নেই ফলে, জরুরী বিভাগের রোগীকে হাতপাখা দিয়ে কাজ চালাতে হয়। কোন কোন সময় রাতে রোগীরা আসলে তাদেরকে ডাক্তার মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা দেন। হাসপাতালের টয়লেট গুলো পানির অভাবে বন্ধ হয়ে অকেজো হয়ে পড়েছে। এতে রোগীদের প্রশ্রাব পায়খানা করতে কষ্ট হয়, হাসপাতালের একটি টিউবওয়েল থাকলেও সেটি অকেজো হয়ে পড়ে আছে। এই হাসপাতালে আছেন একজন ডাক্তার, একজন নার্স আর একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী অর্থাৎ লোকবলও পর্যাপ্ত নয়। প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে রোগীদেরকে দূর্ভোগ পোহাতে হয়, নয়তো অন্য হাসপাতালে রোগীদেরকে পাঠিয়ে দিতে হয়। এখান থেকে ন্যূনতম চিকিৎসা সেবা নিতে পারছেন না বলে এলাকাবাসীরা জানান। ফলে, সরকারের নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আর অন্যদিকে বিপদে আছেন সাধারণ রোগীরা। হাসপাতালে ভাল কোন পরিবেশ নেই। ডাক্তারকে প্রশ্ন করলে উত্তর দেন, আমার করার কিছু নেই। হাসপাতালটি প্রায় ৩০/৪০ বৎসর যাবত এভাবেই চলছে। কিন্তু প্রতি বৎসর  সরকার কাজ করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কমপ্লেক্সে নতুন কোন কাজ হয়নি বলে এলাকাবাসীরা জানান। স্বাস্থ্য কমপ্লেক্সটির বিভিন্ন অংশে ফাটল অবস্থা থাকার কারণে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ভবনটি নিয়ে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ সভা, সেমিনারের কথা থাকলেও এ ব্যাপারে নতুন কোন কাজের উদ্যোগ নেয়না হাসপাতাল কর্তৃপক্ষ। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই অসুস্থ হয়ে পড়েছে, এর সুচিকিৎসার প্রয়োজন। এমতাবস্থায় হাজার হাজার রোগী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীরা ওই হাসপাতালটির রোগমুক্ত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *