শ্রীকুটার আলোচিত রায়হান-রিতুর প্রেমদেড় লাখ টাকার চেক মুরুব্বীদের হাতে

বিশেষ প্রতিনিধি ॥ চুনারুঘাটের আলোচিত রায়হান-রিতুর প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছে তুঘুলকি কারবার। প্রেমিক রায়হান পেয়েছে ৫০ হাজার টাকা আর মুরুব্বির হাতে ঝুলছে দেড় লাখ টাকার ব্যাংক চেক। ঘটনার মোড় নিয়েছে অন্য দিকে। রিতুর বাবা হাজী দুলাল এখন শয্যাশায়ী। চার দিকের চিন্তা চেতনা আর নানা চাপে তিনি এখন অসুস্থ। হাসপাতাল বেডে কাতরাচ্ছেন আর বলছেন এতো কিছুর পরও কেন তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হলেন? ইতি মধ্যে হাজী দুলাল স্টোক করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একদিকে তার নিজের চিকিৎসা অন্য দিকে জরিমানার টাকা পরিশোধ করতে তিনি হিমসিম খাচ্ছেন। বর্তমানে অসুস্থ হাজী দুলালের আকুতি কেউ শুনছেনা। তার দাবী সব কিছতো মেনেই নিলাম তার পরও কি ঘটনাটি নিষ্পত্তি করতে সমাজপতিরা দরদ দেখাবেনা। একজন মুরুব্বী জানান, ব্যাংকে টাকা না থাকায় ওই চেকের সমপরিমান টাকা উত্তোলন করা যাচ্ছেনা। এর মধ্যে হাজী দুলালের আপত্তির কারনে মুরুব্বীরাও ওই চেক ব্যাংকে জমা দিতে অনিহা প্রকাশ করছেন বলে একজন মুরুব্বি জানান। এলাকাবাসী জানান, চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের হাজী দুলাল মিয়ার মেয়ে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ঋতু আক্তার এর সাথে একই গ্রামের মৃত হাজী আব্দুল হান্নানের ছেলে বৃন্দাবন সরকারি কলেজের বি.এ দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রায়হান মিয়া (২১) এর দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্র্ক  গড়ে উঠে। তারা দুইজনের প্রেম নিবেদন চলার এক পর্যায়ে ঋতুর পিতাসহ অভিভাবকরা রায়হানের বিরুদ্ধে ফুসে উঠে। এরই জের ধরে গত ঈদুল ফিতরের দিন রাত (২৮শে জুলাই ২০১৪) রাত ৩টার দিকে হাজী দুলাল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে তার মেয়ে ঋতুকে দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে রায়হানকে তার বাড়ীতে নেয়। বাড়ীতে নিয়ে রায়হানের হাত পা বেধে রড ও হকিস্টিক দিয়ে সারাশরীরে বেদরক পিঠিয়ে রায়হানের শরীর তেতলে দেয়। এ ব্যাপারে রায়হানের মা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে শালিসে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাস্টার। সালিশ বৈঠকে হাজী দুলাল তার মেয়ের প্রেমিক রায়হানকে পিঠানোর অপরাধে ৫ লক্ষ টাকা জরিমানা ও তার মেয়ে ঋতুকে রায়হানের কাছে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *