সাতছড়িতে ফের অস্ত্র উদ্ধার

খন্দকার আলাউদ্দিন ॥ সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাতে অস্ত্র আইনে মামলা করেছে র‌্যার্পিড ব্যাটালিয়ান (র‌্যাব)। চুনারুঘাট থানায় এ মামলাটি দায়ের করেন র‌্যাব-৯ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আজিজুল হক। অস্ত্র আইনের ১৯-এ এবং এফ ধারায় এ মামলাটি দায়ের করা হয়। এতে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলার বিবরণে বলা হয়, প্রাকৃতিক জাতীয় উদ্যান সাতছড়ি ট্রেইল রোড থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে এবং মহাসড়কের ভাঙ্গা ব্রিজ থেকে আধা কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাডড়ের দুটি গর্ত থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী মামলার ব্যাপারে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো    জব্ধ তালিকা করে অস্ত্রাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানায় র‌্যাব। গত মঙ্গলবার অস্ত্র উদ্ধারের স্থান থেকে ৪০ কিলোমিটার দুরত্বে শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। অস্ত্র উদ্ধার নিয়ে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. মুফতি মাহমুদ খান বলেন, উদ্ধার করা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের মধ্যে আছে নয়টি এসএমজি, একটি এসএমসি, একটি বেটাগান, একটি অটোরাইফেল, ছয়টি এসএলআর, দুটি এলএমজি, একটি স্নাইপার টেলিস্কোপ ও দুই হাজার ৪০০ গুলি। এদিকে অস্ত্র উদ্ধারের দু’দিন পূর্বে এ প্রতিবেদক সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে ত্রিপরা পল্লীতে গেলে দেখা যায় পল্লীর নারীপুরুষ সকলেই পল্লীর নীচে এক জায়গায় জড়ো হয়ে আছেন। জিজ্ঞেস করলে তারা বলেন, উপরে র‌্যাবের তল্লাসী অভিযান চলছে। ফলে তারা আমাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলছেন। এর আগে গত ৩ ও ৪ জুন আলোচিত সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে টিপরা পল্লীতে আরো দুটি বাংকারের সন্ধান পেয়েছে র‌্যাব। ওই দুটি বাংকার থেকে ৪টি মেশিনগান, মেশিনগানের অতিরিক্ত ব্যারেল ৫টি, ২২২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেটের চার্জার, ১ হাজার ৩২০টি মেশিনগানের বুলেট, ১১ হাজার ৬৬৭টি বুলেটসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ এসব গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হলেও র‌্যাব ও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি এসব অস্ত্রের মজুদদাতা কারা এসব প্রশ্নের উত্তর এখনও অজানা রয়েছে। তবে র‌্যাবের পক্ষ থেকে দাবী করা হয়েছে অচিরেই এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *