৪০ বছরের দাবী ৩ মাসেই বিলিন ॥ চা শ্রমিকরা প্রতারিতমেম্বারের পেটে গেলো ৫ লাখ টাকা রামগঙ্গায় ইট-বালুর ব্রীজ ভেঙ্গে চুরমার

স্টাফ রিপোর্টার ॥ দেশ স্বাধীনের ৪০ বছর পর অবহেলিত চা শ্রমিকদের দাবী পূরণে নির্মাণ করা হয়েছিল একটি ব্রীজ। ব্রীজ নির্মাণে চা শ্রমিকরা কিছুটা হলেও স্বস্থির নিঃশ্বাস ফেলে। তাদের মতে, আর কিছু না হোক চলাচলে একটি ব্রীজ-তো নির্মাণ হলো। কিন্তু ঘটে গেছে উল্টো ঘটনা। কথায় বলে, যে হাঁটু সেই কপাল। ব্রীজ নির্মাণ করে সমুদয় অর্থ উত্তোলণের পরপরই ৩মাসের মাথায় ব্রীজটি সম্পন্ন অংশ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের রামগঙ্গা চা বাগান সংযোগ সড়কে এলজিএসপির প্রকল্পের অর্থ দিয়ে একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ওই চা বাগানের শ্রমিকদের দীর্ঘ দিনের দাবী ছিল ব্রীজ নির্মাণের। কিন্তু কোন প্রকার টেন্ডার ছাড়াই ব্রীজ নির্মাণের জন্য এলজিএসপির প্রায় ৫ লক্ষ টাকা ভাগিয়ে নেন দেওরগাছ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার বিভু বিবেকানন্দ ভৌমিক। সামান্য সিমেন্ট মিশ্রিত কোন রকম ইট-বালু দিয়ে ব্রীজটি নির্মাণকালে চা শ্রমিকরা অনিয়মের অভিযোগ করলেও কেউ তাদের অভিযোগ শুনেনি। এর মাঝেই নির্মাণ হয়ে যায় ব্রীজ। সমুদয় অর্থও উত্তোলণ করে নেন প্রকল্প চেয়ারম্যান ে বিভু বিবেকানন্দ ভৌমিক। চা শ্রমিকদের অভিযোগ, ৪০বছর ধরে ব্রীজ ছিলনা এটাই ভালো ছিল। ব্রীজ নির্মাণ করে সরকারের অর্থও গেলো-ব্রীজও গেলো। এবিষয়ে প্রকল্প চেয়ারম্যান ইউপি মেম্বার বিভু বিবেকানন্দ ভৌমিক জানান, ব্রীজটি প্রকৃতিক দূর্যোগে ভেঙ্গে গেছে। নির্মাণে কোন অনিয়ম ছিলনা ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *