প্রস্তুত মেসি, নেইমার

মওসুমের প্রথমবারের মতো আজ এক সঙ্গে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি ও নেইমার। ঘরের মাঠে আটলেটিক বিলবাওয়ের বিপক্ষে দুই তারকাকে এক সঙ্গে পাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির কোচ লুইস এনরিকে জানিয়েছেন, মেসি মাঠে নামার জন্য সম্পূর্ন প্রস্তুত। সে দলের সঙ্গে অনুশীলন করছে। নেইমারও মাঠে নামার জন্য ফিট রয়েছে।’ ভিয়ারিয়ালের বিপক্ষে পায়ের পেশিতে চোট পান মেসি। এ কারণে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। আর গোড়ালির চোটের কারণে এলচের বিপক্ষে লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। ভিয়ারিয়ালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শেষ ত্রিশ মিনিট খেলেন ব্রাজিল তারকা। বার্সেলোনাই একমাত্র দল যারা এবারের লা লীগায় মওসুমের প্রথম দুটি ম্যাচেই জিতেছে। তবে বিলবাওয়ের প্রতি প্রতি সমীহের কমতি নেই এনরিকের। তিনি বলেন, ‘চাপ ও কৌশল বিলবাওয়ের প্রধান অস্ত্র। আমরা এটা প্রতিরোধ করতে চেষ্টা করবো। এনিয়ে আমারা খেলোয়াড়দে সতর্ক করা হয়েছে।
Share on Facebook
Leave a Reply