হবিগঞ্জে রাত ১২টার পর ঘুরাফেরা নিষিদ্ধ…

 হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকা, বানিয়াচঙ্গ উপজেলা সদর ও চুনারুঘাট পৌর এলাকায় রাত ১২টার পর লোকজনের অযথা ঘোরাফেরা ও আড্ডা দেয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে দোকানপাট বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়।শনিবার রাত ১২ টার পর শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে দাউদনগর বাজার, কলিমনগর, অলিপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান শেষে   এ ঘোষণা দেন।বানিয়াচঙ্গ সদরে রাত ১২টার পর ঘোরাফেরা নিষিদ্ধ ও দোকানপাট বন্ধ রাখাসহ আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে কাগজপত্র বিহীন মোটর সাইকেলের কাগজপত্র হালনাগাদ করার জন্য মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী পুলিশের পক্ষে সাংবাদিকদের কাছে প্রেস বিজ্ঞপ্তি সরবরাহ করে এই নিদের্শনা দেন।প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়- বিশেষ কারণ ব্যতিত যারা রাত ১২টার পর রাস্তার পাশে কিংবা কোনো চা স্টলে বা দোকানে অযথা আড্ডা ও ঘুরাফেরা করবে তাদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।শনিবার সন্ধ্যায় চুনারুঘাট শহরে পুলিশ সুপারের বরাদ দিয়ে মাইকিং করে জানানো হয়, সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য রাত ১২টার পর কোন প্রকার জরুরী কাজ ছাড়া অযথা ঘোরাফেরা করা যাবে না। এমনকি কাগজপত্র বিহীন মোটর সাইকেল না চালানো যাবে না।আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সহ যাবতীয় কাগজপত্র সংগ্রহ করে মোটরসাইকেল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *