নবীগঞ্জ-সাকুয়া-শেরপুর সড়ক মরণ ফাঁদ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-সাকুয়া-শেরপুর সড়কটি প্রায় ২ বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৮ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৫ কিলোমিটার সড়ক ভেঙ্গে খানা-খন্দকে এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন প্রয়োজনের তাগিদে জীবনের ঝুকিঁ নিয়ে ওই সড়কে নানা ধরনের যানবাহনে যাতায়াত করে আসছেন। প্রায় প্রতিদিন ওই সড়কে রিক্সাসহ বিভিন্ন যানবাহন উল্টে ছোটখাটো দূর্ঘটনা ঘটছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনার আশংকা রয়েছে ওই সড়কে। কিন্ত কর্তৃপক্ষ অবহেলিত এলাকার ওই সড়কটি মেরামতের বিষয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা সদরের সাথে করগাওঁ ইউনিয়নের জনসাধারণসহ নদী পথে সাকুয়া নৌ-ঘাট থেকে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম), বানিয়াচং, নেত্রকোনা, কিশোরগঞ্জ, আজমিরীগঞ্জ এবং জামালপুর জেলা ও উপজেলার লোকজন চলাচল করেন। এছাড়া ভাটি এলাকায় উৎপাদিত ধান সাকুয়া নৌ-ঘাট থেকে ট্রাকে করে এ সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন ওই সড়কটি এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বেশীর ভাগ অংশ ভেঙ্গে খানা-খন্দকে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন রিক্সা উল্টে যাত্রী আহতের ঘটনা ঘটেছে। কিন্ত গুরুত্বপূর্ণ ওই সড়কটি মেরামত করার কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এলাকার লোকজন বলছেন প্রতি বছরই সড়কের মেরামত কাজের কথা শোনেন। কিন্ত বাস্তবে কোন কাজই হচ্ছে না ওই সড়কের। বর্তমানে ওই সড়কটি এলাকাবাসীর অভিশাপ হয়ে দাড়িয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *