এখন নজিইে ডাবংি করবনে অপু

আজ আনন্দ প্রতবিদেক
এখন র্পযন্ত মুক্তি পাওয়া কোনো ছবতিইে নজিে কণ্ঠ দনেনি ঢাকাই ছবরি অভনিত্রেী অপু বশ্বিাস। তার হয়ে ডাবংিয়রে কাজটি এতদনি অন্য কউে করে আসছলিনে। আর এ কারণে অভনিয় দখেতে পলেওে প্রয়ি অভনিয়শল্পিী অপুর কণ্ঠ শোনা থকেে বঞ্চতি থাকতে হতো ভক্তদরে। তার ভক্তদরে জন্য সুখবর হলো, এখন থকেে তারা অপুর ছবগিুলোতে অভনিয় দখোর পাশাপাশি তাদরে প্রয়ি তারকার কণ্ঠও শুনতে পারবনে। এরই মধ্যে ডাবংিয়রে কাজ শুরু করে দয়িছেনে অপু। এখন থকেে নয়িমতিই ছবরি ডাবংি করে যাবনে। এ প্রসঙ্গে অপু বশ্বিাস বলনে, আমি মাঝে বশে কছিুদনি সনিমোর কাজ থকেে নজিকেে দূরে সরয়িে রখেছেলিাম। ওই সময়টাতে নজিকেে নতুনভাবে চলচ্চত্রিরে জন্য প্রস্তুত করছে।ি আমার কাছে মনে হয়ছে,ে আরও বশেি প্রাণবন্ত অভনিয় করতে ডাবংিটা নজিে করলে ভালো হয়। যহেতেু নজিরে অনকে ধরনরে পরর্বিতন নয়িে চলচ্চত্রিে ফরোর প্রত্যয় ব্যক্ত করছে,ি তাই ডাবংিটাকওে আয়ত্তে এনছে।ি এদকিে ডাবংি না করা প্রসঙ্গে অপু বলনে, শুরুর দকিে সনিমোর শুটংি করার জন্য আমি বগুড়া থকেে ঢাকায় আসতাম। কাজ শষে হলে আবার বগুড়ায় ফরিে যতোম। ডাবংিয়রে জন্য প্রচুর সময়রে দরকার। সময়রে অভাবে তখন সনিমোর ডাবংি করা হতো না। তা ছাড়া প্রথমদকিে ডাবংি বষিয়টাও আমি খুব একটা ভালো বুঝতাম না। আমজাদ হোসনেরে ‘কাল সকাল’ে ছবরি মাধ্যমে ২০০৪ সালে রুপালি র্পদায় যাত্রা শুরু হয় ঢাকাই ছবরি অভনিয়শল্পিী অপু বশ্বিাসরে। এখন র্পযন্ত ৭০টরি মতো ছবতিে অভনিয় করছেনে তনি।ি এরমধ্যে মুক্তি পয়েছেে ৬৭টি ছব।ি এখন যসেব ছবতিে অপু ডাবংিয়রে কাজ করছনে, সগেুলো হচ্ছ-েশোধ, হটিম্যান ও মনরে ঠকিানা। তনিটি ছবতিইে অপুর সহশল্পিী শাকবি খান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *