আজ হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ…..

প্রথম সেবা ডেস্ক ॥আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহর ও পিডিবি‘র আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে  হবিগঞ্জ বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জনসাধারনকে অবহিত করার জন্য শহরে মাইকিং করা হয়েছে। মেরামত কাজের জন্য বিদ্যুতের এ সরবরাহ বন্ধ থাকবে থাকবে বলে জানা যায়। তবে আবহাওয়া খারাপ থাকলে মেরামত কাজ নাও হতে পারে। ওই অবস্থায় বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।এদিকে, গত ২ দিন ধরে শহরের চলছে ব্যাপক লোডশেডিং। গতকাল রাতে কয়েকদফা হয় বিদ্যুতের ভেল্কিবাজি। বলা যায়, কিছুদিন বিরতির পর আবারও বিপর্যয় ঘটেছে হবিগঞ্জের বিদ্যুৎ সেক্টরে। যে কারণে আবারও ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। লোডশেডিংয়ের কারনে গতকাল শুক্রবার স্থানীয় সংবাদপত্র যথা সময়ে প্রকাশিত হতে পারেনি। তবে এ বিষয়টিকে লোডশেডিং মানতে রাজি নয় পিডিবি। কর্তৃপক্ষের দাবী এটি বিদ্যুৎ বিভ্রাট। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিদ্যুত বিভ্রাট আর লোডশেডিংয়ের বেড়াজালে আবদ্ধ থাকতে হবে আর কতদিন?

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *