হবিগঞ্জে বৃষ্টিপাতে সবজির ব্যাপক ক্ষতি

প্রথম সেবা ডেস্ক ॥ হবিগঞ্জে গত দু’দিনের ভারী বর্ষণে শাক সবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণ কৃষক জমি থেকে সবজি  কর্তন করে বাজারে তুলতে না পারায় খুচরা বাজারে কেজি প্রতি ৫থেকে ১০টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। বাজারে সবজির আমদানি কম থাকায় ফেরী করে বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করতে পারছেন না ক্ষুদে ব্যবসায়ীরা। ফলে ঘরে বসে ক্রয়কারী ক্রেতারা পরেছেন বিপাকে। বিভিন্ন সবজি বাজার ঘোরে দেখাযায়, পণ্য কম থাকায় কোন কোন পাইকার সাময়ীক সময়ের জন্য তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আর যারা সবজি মজোদ রেখেছিলেন তারা এখন চড়া দামে বিক্রি করে অধিক মুনাফা আয় করছেন। হবিগঞ্জ চৌধুরী বাজার, সায়েস্তা নগর বাজারে দু’দিন আগে বিক্রি হয়েছিল কাকরুল প্রতি কেজি ৩০টাকায় এখন ৪০টাকায়, বেগুন ছিল ২০থেকে ২৫টাকা এখন ৩০থেকে ৩৫টাকা, পুইশাক ছিল ১৫টাকা এখন ২৫টাকা, বরবটি ছিল ২০থেকে ২৫টাকা এখন ৩০ থেকে ৩৫টাকা, করল্লা ছিল ২০টাকা এখন ৩০টাকা,পেঁপে ছিল ১০টাক এখন ১৫টাকা,পানি লাউ ছিল ২০থেকে ২৫টাকা এখন ৪০ থেকে ৫০টাকা। সবজি ব্যবসায়ী জালাল মিয়া জানান আমরা মাল কিনতে পাইনা। কিছু কিছু পাইলেও বাড়তি মূল্য দিয়ে কিনতে হয়। গাড়ি না আসলে সবজির দাম আরও  বাড়তে পারে। জনৈক শিক্ষিকা রুনা লায়লা জানান প্রতি দিন কয়েক জন বিক্রেতা আমাদের বাসায় সবজি নিয়ে আসতো। আজ শনিবার বিকেল পর্যন্ত অপেক্ষার পর একজন বিক্রেতাও সবজি নিয়ে আসে না। এদিকে দু’দিনের মূষল ধারার বৃষ্টিতে কৃষকের জমিতে লাগানো আগাম জাতের সবজি বিনষ্ট হয়েগেছে। এ সবজি ১০/১২ দিন পর বাজরে বিক্রি করার উপযোগি হতো। তেঘরিয়া গ্রামে আব্দুল নূর মিয়া জানান, তার আধা বিঘা জমিতে লাল শাক ও ডাটা শাক বপন করেছিলেন ১০ দিন আগে, আর ১০দিন পরে নতুন শাক বাজারে বিক্রি করতে পারতেন তিনি । কিন্তু দু’দিনের প্রবল ভারী বর্ষণে তার জমির সবটুকু ফসল নষ্ট হয়ে গেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *