বাহুবলে ঈদ ও পূজাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোর-ডাকাত চক্র

একরাতে ৫টি স্থানে চুরি-ডাকাতি ॥ অর্ধকোটি টাকার মালামাল লুট ও বাকপ্রতিবন্ধী মহিলাকে ছুরিকাঘাত
 বাহুবল থেকে ॥ বাহুবলে ঈদ ও পূজাকে সামনে রেখে চোর-ডাকাতরা সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার রাতে উপজেলার অন্তত ৫টি স্থানে একযোগে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চোর-ডাকাতরা অন্তত অর্ধকোটি টাকার মালামাল লুট করেছে এবং বাকপ্রতিবন্ধী মহিলাকে ছুরিকাঘাত করেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাহুবল উপজেলা সদরের হাসপাতাল এলাকার ইসলাম ট্রেডার্স, সামছু স্টোর, ফুল মিয়া স্টোর, সাদ্দাম হোটেল এন্ড ভেরাইটিজ ও ময়না দেবের চা স্টলে একযোগে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা প্রত্যেকটি দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সাদ্দাম হোটেল এন্ড ভেরাইটিজ স্টোরের স্বত্ত্বাধিকারী শফিক মিয়ার মা বাকপ্রতিবন্ধী কলমচান বিবিকে (৮০) ছুরিকাঘাত করে চোরেরা। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে, উপজেলার মধুপুর চা বাগানের হেড ক্লার্ক পান্না লাল চৌধুরীর বাগান কোয়ার্টারের বাসায় শুক্রবার রাত দেড়টার দিকে ৮/১০ সদস্যের মুখোশধারী ডাকাতদল হানা দেয়। ডাকাতরা বাসার উত্তর দিকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহকর্তা পান্না লাল চৌধুরী ও তার স্ত্রী বিউটি চৌধুরীকে বেঁধে ফেলে। ডাকাতরা ১৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ২টি ক্যামেরাসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ ব্যাপারে গতকাল শনিবার পান্না লাল চৌধুরী বাহুবল থানায় অভিযোগ দায়ের করেন। একই সময়ে মধুপুর চা বাগানের নিকটবর্তী লালটিলা বাজারে মানিক মিয়ার চা স্টলের তালা ভেঙ্গে চোরেরা নগদ টাকা ও মালামাল লুট করে নেয়।অপরদিকে, উপজেলার বৃন্দাবন চা বাগানে শুক্রবার রাতে একটি গোডাউনের তালা ভেঙ্গে চোরেরা কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া আরো কয়েকটি স্থানে চুরি-ডাকাতির খবর পাওয়া গেছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার ওসি মুক্তাদির হোসেন বলেন, শুক্রবার রাতভর বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে কয়েকটি স্থানে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এসব বিষয়ে মামলা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিরাতে থানা এলাকায় ৫টি টহল টিম সক্রিয় থাকে। যা জনসংখ্যার তুলনায় যথেষ্ট নয়। এ অবস্থায় চুরি-ডাকাতি প্রতিরোধে জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চোর-ডাকাত সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *