শ্যালো মেশিন স্থাপনের ফলে মুছিকান্দির দলিত সম্প্রদায় নদী ভাঙ্গনের কবলে অসহায়…

মো.ফারুক মিয়া চুনারুঘাট থেকে 
উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামে খোয়াই নদীর পাড়ে গভীর নলকুপ বসানোর ফলে নদী ভাঙ্গনের কবলে পড়েছে দলিত ও নিম্নপেশার মানুষের বসতবাড়ি এবং যেকোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবার আতংকে দিন কাটাচ্ছে শতশত নারী-পুরুষ ও শিশু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুছিকান্দির নালমুখ বাজারের পশ্চিম পাড়ে সেচের জন্য বসানো হয় শক্তিশালী গভীর নলকুপ। দিনরাত ধরে চলা ওই মেশিনের পানির তোড়ে নদীর পাড় ভেঙে পড়ছে আর নদীগর্ভে হারিয়ে যেতে বসছে নদীর পাড়ে থাকা বসতবাড়ী। নদীর পূর্বপাড়ে, যেখানে দিনমজুর,মুচি,ডোম,ঢোলকসহ হরিজন সম্প্রদায়ের শত মানুষের ৫০টির অধিক পরিবারের বসবাস, সেখানকার দরিদ্র মানুষের দরিদ্র কুঠিরগুলো বিলীন হয়ে যাবার উপক্রম। বৃষ্টি নামলে এসব মানুষদেরকে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয় নিরাপদ আশ্রয়ের সন্ধানে, এদের মাথার উপর ঝড়ো বৃষ্টি আর পায়ের নীচের মাটি সরিয়ে নিচ্ছে খোয়াইর তীব্র স্রোত আর কোলে-কাখে থাকে অবুঝ শিশুরা। মনুষ্যসৃষ্ট এই দূর্বিপাকে অসহায় হয়ে পড়া বিত্তহীন মানুষদের রা করার জন্য কেউ এগিয়ে আসছেন না, যদিও মিরাশী ইউনিয়ন পরিষদ কার্যালয়টি এদের বাসস্থান ও নদীর তীর থেকে মাত্র ৫০মিটার দূরে। পরিবারের সব সদস্যদের নিয়ে অজানা আশংকায় দিন কাটাচ্ছেন ওখানকার বাসিন্দা সদাঘর, রবিলাল, রবিদাশ, মধু রবি দাস, শুকলাল, মহেশ, বাদল, শ্যামল, ময়না, সুরেশ, কনা ও রাজু দাসের পরিবারকে দেখা যায় ওয়াপদা পাড়ে। এই প্রতিবেদককে একজন বলেন, গরীব মানুষ বলে আমরা না ভগবানের না পৃথিবীর, তিন মাসের অধিক কাল ধরে আমরা এই অবস্থাতে থাকলেও আমাদের রা করার জন্য কেউ আসছেন না। আরেকজন বলেন, আমাদের ছোটছোট ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নীচে দিন কাটানোর ভয়ে অস্থির, আমাদের কাজকর্ম ও সন্তানদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একজন গৃহবধু বলেন, আমাদের ঘরবাড়ি ভেসে গেলে আমাদের আর যাওয়ার জায়গা থাকবেনা, এই সমাজ আমাদেরকে অস্পৃশ্য মনে করে অথচ আমরাও ভোট দেই। উক্ত গৃহবধু আরো বলেন, রাতের বেলা বাচ্চাকাচ্চা নিয়ে নদীর পাড়ে থাকতে হয় যা সভ্য সমাজের মানুষরা পারবেন না। নদীর পূর্বপাড়ে থাকা অসহায় মানুষের জন্য কিছু করার আছে কিনা তা জানার জন্য মিরাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রশাসনসহ সরকারের দৃষ্টি আকর্ষন করছেন দলিত সম্প্রদায়ের নিরীহ মানুষেরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *