সিলেটে ৩৩ জনের হজ পালন অনিশ্চিত…

সিলেটের হরিপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, সালুটিকর এলাকার ৩৩ জন হজযাত্রীর হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।রোববার মজুমদারিস্থ মেসার্স বুশরা ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেলস ঘেরাও করে দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা বিক্ষোভ করেন।হজযাত্রী আনোয়ারুল হক, মুহিবুর রেজা চৌধুরী, আজমল হোসেন জানান, সিলেটের বিভিন্ন এলাকার ৩৩ জন হজে যাওয়ার জন্য মেসার্স বুশরা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ মাওলানা সালেহ আহমদকে ৩ লাখ ২০ হাজার টাকা করে দিয়েছিলেন।গত বৃহস্পতিবার দুপুরে হজ ফ্লাইটের কথা বলে এই ৩৩ জন হজযাত্রীকে সিলেট ওসমানী বিমানবন্দরে আনা হয়। কিন্তু ওইদিন তাদের পাঠানো হয়নি। এরপর শুক্রবার, শনিবার ও  রোববার সকালে পাঠানোর কথা বলা হলেও ট্রাভেলসের কাউকে না পেয়ে হজযাত্রীরা মজুমদারিস্থ  মেসার্স বুশরা ট্রাভেলস ঘেরাও করে বিক্ষোভ করেন।বেলা ২টায় পাশের ট্রাভেলস’র প্রোপাইটর আতিকুর রহমান বিকেল ৪টায় সবাইকে হজে পাঠানো হবে বলে আশ্বাস দেন। কিন্তু ৪টার পর থেকে আতিকুর রহমান ফোন ধরছেন না বলে তারা অভিযোগ করেন।এদিকে বুশরা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ মাওলানা সালেহ আহমদের অফিসে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টি মাগরিবের নামাজের পর সমাধান হয়ে যাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *