হবিগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত

প্রথম সেবা ডেস্ক॥ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম বলেছেন, তথ্য জানা জনগণের অধিকার। তথ্য অধিকার আইনে এ অধিকার নিশ্চিত হয়েছে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত না হলে দেশে সুষম উন্নয়ন সম্ভব না। তাই তথ্য অধিকার আইন সম্পর্কেও জনসাধারণকে জানতে হবে এবং সচেতন করতে হবে। তিনি বলেন- ভূল তথ্যের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশিত হলে মানুষ বিভ্রান্ত হতে পারে। তাই সংবাদ প্রকাশে সাংবাদিকদেরকে আরও সচেতন হতে হবে। পরিহার করতে হবে পক্ষপাত দুষ্ট সাংবাদিকতা। তিনি গতকাল হবিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।দিবসটি উপলক্ষে রবিবার জেলা প্রশাসন, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম ও এমএমসি’র যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় নীমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রচার নীতিমালা ও তথ্য জানার অধিকার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম।স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের বিভাগীয় সহ-সভাপতি শাহ ফখরুজ্জামান। সেমিনারে অন্যান্যের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল হাসান রোমন উপস্থিত ছিলেন।বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এডভোকেট মোঃ আমীর হোসেন, জেলা তথ্য অফিসার মনির হোসেন, দৈনিক খোয়াইর সম্পাদক মোঃ শামীম আহসান, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি এডভোকেট এম এ মজিদ, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমেদ খান, এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণব, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এডভোকেট মাসুদ আলী ফরহাদ, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মজিবুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শ্রীকান্ত ঘোপ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান সৌকত, জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক শাহ মামুন। এছাড়াও সেমিনারে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউপি সচিব, ইউপি নারী সদস্য ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *