২টি হেলিপ্যাড বিপদ মুক্ত করলো ছাত্ররা…

 প্রথম সেবা ডেস্ক॥ হবিগঞ্জের বানিয়াচং এল আর সরকারী স্কুলের দখলীয় পর্যটন মাঠের বিদ্যমান সরকারী দু’টি হেলিপ্যাড বিপদ মুক্ত করলো প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। ভূমিদস্যু কর্তৃক রোপিত অবৈধ বিপদ জনক চারাগাছ অপসারনের অভিযানে বিদ্যালয়ের সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র অংশ গ্রহন করে। জানা যায়, সাগর দিঘী মৌজার দিঘীর ৪২১ দাগের ৬৬.৯২ একর এর মধ্যে এল আর সরকারী স্কুলকে ৬ একর স্কুল বরাবর ভূমি বন্দোবস্ত দেয়া হয়। একই সময় ১৯৭৫ ইং অপর ৬০.৯২ একর ভূমি সাগর দিঘীর চার পাড়ের কৃষকদের মধ্যে একসনা লীজ দেন তৎকালীন ইউ.পি চেয়ারম্যান আলহাজ আব্দুছ ছত্তার।ওই সময় স্কুলের ভূমি জবর দখলকে কেন্দ্র করে দিঘীর পাড়ের ৪৬ জন গং আসামী করে জি আর ৩৫/১৯৭৫ নং মামলা দায়ের করা হয়। এক পর্যায়ে স্কুলের দখলীয় ভূমিতে চার পাড়ের বাসিন্দাগন বা তাদের উত্তরাধিরী গং কেহ ভোগ দখল ও কোন বাধা সৃষ্টি করতে পারবে না মর্মে মুচলেকা দিয়ে দিঘীর চার পাড়ের ৪৬ গং আসামী মামলার দায় থেকে নিষ্কৃতি পায়। পরবর্তীতে সাগর দিঘী পুন:খননের পর ওই ভূমিতে সরকার ২টি হেলিপ্যাড নির্মান করে। স্কুলের জায়গা কমলা পতির দিঘী দর্শনার্থীদের বিনোদনের কেন্দ্র ভূমিতে পরিণত হয়। অপর দিকে বিদ্যালয়ের খেলোয়াড় প্রশিক্ষণার্থী ছাত্র ছাড়াও বানিয়াঙ্গের যুবকরা ফুটবল, কাবাডি, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবল অনুশীলনের মাঠ হিসেবে ব্যবহার করছে। এক পর্যায়ে দিঘীর পাড়ের কতিপয় স্বার্থেন্বেষী মহল ধর্মানুভূতি কাজে লাগিয়ে ঈদগাহ নামে অবকাঠামো নির্মানের উদ্যোগ নেয়া হলে সরকার বাধা প্রদান করে।সম্প্রতি কতিপয় ভূমি দস্যু ও কুচক্রীমহল সুকৌশলে ১টি হেলিপ্যাডের মালামাল চুরি করে ব্যবহারের অনুপযোগী করে দিয়েছে এবং কিছু গাছের চারা রোপন করে দখলের পায়তারা  করে। এতে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে যেমন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তেমনি বানিয়াচংবাসী ক্ষুদ্ধ হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় স্কুলের সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং মহাগ্রাম বানিয়াচঙ্গের ক্রীড়ামোদীরা ব্যাপক অভিযান চালিয়ে স্কুলের দখলীয় ভূমি উন্মুক্ত করে দেয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *