সৌদিআরবে ৩০ বাংলাদেশী হাজীর মৃত্যু

প্রথম সেবা ডেস্ক॥ পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবে এ পর্যন্ত ৩০ বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাদের মধ্যে ২৩ জন মারা গেছেন মক্কায় এবং ৭ জন মদিনায়। তাঁদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৬ জন নারী।মৃতদের বেশির ভাগই হৃদরোগ ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানিয়েছেন হজ মিশনের এক কর্মকর্তা।নিহতরা হলেন মুন্সীগঞ্জের মোহাম্মাদ আক্তার হুসাইন (৬২), ঢাকার খিলগাঁওয়ের ফয়জুল এলাহী (৪৫), ঢাকার সূত্রাপুরের মোহাম্মাদ নুরুদ্দিন আহমেদ (৬৪), কুমিল্লার মুরাদনগরের আসমাত আলী (৭২), রংপুরের তারাগঞ্জের আজিজুল ইসলাম (৬৫), চট্টগ্রাম বন্দরের শামছুন নাহার (৪৬), বগুড়ার শেরপুরের মোহাম্মাদ আব্দুল আজিজ (৫৮) নরসিংদীর রায়পুরার আবুল হাশেম মিয়া (৭০), নোয়াখালীর বেগমগঞ্জের মোহাম্মাদ আব্দুল হক (৬৬), ফেনী সদরের মোহাম্মাদ ইয়াকুব (৫৭), চুয়াডাঙ্গার মোসাম্মাৎ সাহানারা বেগম (৭৭), পাবনার মোহাম্মাদ আলাউদ্দিন (৬১), গাজীপুরের কাপাসিয়ার মোহাম্মাদ জামাল উদ্দিন (৪৩), ফেনীর ছাগলনাইয়ার দিল আফরোজ (৬২), চট্টগ্রাম হালিশহরের নাসিমা আক্তার (৩৮), নোয়াখালী সদরের মোহাম্মাদ নুরুল হোসেন (৬১) নোয়াখালীর চাটখিলের তোফাজ্জল হোসেন (৫৯), রাজশাহীর পবার মোহাম্মাদ শাহ্ জাহান আলী (৭৫), পাবনার চাটমোহরের মোহাম্মাদ আকবার হোসেন (৬২), নরসিংদীর শিবপুরের আবুল কাশেম (৬২), চট্টগ্রামের সাতকানিয়ার আমিন উল্লাহ (৭৯), কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ সাদেক (৭৪) সিরাজগঞ্জের মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), সিরাজগঞ্জের তাড়াশের মোহাম্মদ মতিউর রহমান (৬৪), নেত্রকোনার আটপাড়া উপজেলার মোহাম্মদ ইব্রাহিম (৯২), নওগাঁর পরশার ফিরোজা বেগম (৬৫), ঢাকা খিলক্ষেতের শাহাবুদ্দিন মিয়া (৬৯), পিরোজপুর সদরের শাহজাহান সিকদার (৭১), ফেনীর ফুলগাজীর আব্দুস সালাম (৭৭), চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরের মাসুদা খাতুন (৮২)।উল্লেখ্য, সৌদি আরবে হজ করতে এসে মৃত্যু বরণকারীদের লাশ স্ব-দেশে পাঠানো হয়না। এদের পবিত্র মক্কায় মারা গেলে মক্কায় এবং মদিনায় মারা গেলে মদিনায় দাফন করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *