সুনামগঞ্জে ধুমপান করায় জরিমানা…

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে পৃষ্ঠপোষকতা এবং প্রকাশ্যে ধুমপান করার দায়ে ৯ প্রতিষ্ঠান ও ৬ ব্যক্তিকে ৮ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ডিএস রোড পর্যন্ত সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের সহযোগিতায় বিভিন্ন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় শহরের স্টেশন রোডে দেশবন্ধু রেস্টুরেন্ট ও হক রেস্টুরেন্টের ভেতরে কাস্টমার ধুমপান করায় রেস্টুরেন্ট মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় সিগারেটের প্যাকেট দিয়ে সাজিয়ে রাখার অপরাধে ৭টি পয়েন্ট অব সেইলের দোকান মালিক এবং পাবলিক প্লেসে ধুমপান করার অপরাধে ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়।সব মিলিয়ে ৯টি প্রতিষ্ঠান ও ৬ ব্যক্তিকে ৮ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট্র শেখ জুবায়ের আহমদ ও ফরিদা ইয়াছমিন পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযান চলাকালে সুনামগঞ্জে সিভিল সার্জনের কার্যলয়ের জেলা স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক, সীমান্তিকের ফিল্ড অফিসার রুহুল আমিনসহ আইনশৃঙ্খলা বহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *