Daily Archives: June 25, 2015

দুবৃত্ত মহাকাল রায়হান আহমেদ

গোলমাল গোলমাল চারদিকে গোলমাল অদ্য এসে দাঁড়িয়েছে দুর্বৃত্ত মহাকাল। কান পেতে শুনি হর্ষের অপবাদ, লাঞ্চিত সেলিনা, বঞ্চিত সেলিমের আর্তনাদ। সদা শুনা যায়, হায় হায় হায়, তালাকের বিষে পড়েছে মেয়ে এই সময়টায়। অত্যল্প পরে দেখা যায়, ছিনতাই ভয়ংকর, সর্বসান্ত পথিকের মনে নিরাশার ঝড়। আরও শুনা যায়, সাধারণের কতো লঞ্চনা, মজুর গা ঘর্মে ভেজা, বিত্তশালীর বঞ্চনা। আবার দেখা যায়, দেশে দৈন্যের প্রতিচ্ছায়া, স্বার্থ জলে ডুবে আছে কিঞ্চিৎ বেহায়া। দীবাকর শেষে রাত্রি আসে ধীর ক্ষণে ক্ষণে, শান্ত কালেও নরাধমেরা কুকর্মের জাল বুনে। সহসা গভীরে শুনা যায়, পাশের বাড়ির চিৎকার, যন্ত্রণায় কাতর, এসিড প্রাপ্ত রাহেলার হাহাকার। ঘুম ভাঙ্গে নিয়ত গ্রেনেড, বোমার ঝাঁঝালো শব্দে, নিশ্চয়ই উচ্ছেদ হবে এসব কোনো এক অব্দে। বসুমতি সাজবে তখন রংধনুর সাতে, স্বর্গের সুধা আঁকবে সবাই নিজ নিজ হাতে।