Daily Archives: June 30, 2015

তৃতীয় দফায় দু’দিনের রিমান্ডে এমপিপুত্র রনি

নিজস্ব প্রতিনিধি: এলোপাতাড়ি গুলি করে দুই চালক হত্যা মামলায় বখতিয়ার আলম রনির তৃতীয় দফায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের ছেলে। শুনানি শেষে মঙ্গলবার (৩০ জুন) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত। গত রোববার (২৮ জুন) তৃতীয় দফায় রনিকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক দীপক কুমার দাশ। রোববার দুপুরে রনিকে চারদিন রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।  এর আগে আদালতের নির্দেশে গত ২৪ থেকে ২৭ জুন ও ৯ থেকে ১২ জুন দু’দফায় চারদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এমপিপুত্র রনিকে। তবে রনি তার লাইসেন্সকৃত ...

মলদ্বারে ইয়াবা রেখে পাচার অপরাধে দুই যুবক গ্রেপ্তার

সেবা ডেক্স : মলদ্বারে ইয়াবা রেখে পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।  সোমবার রাত আড়াইটার দিকে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার দুইজন হলেন- ঢাকার ডেমরা থানার সরালিয়া গ্রামের মনোহর চন্দ্রের ছেলে তপন চন্দ্র সরকার(২৬) ও একই এলাকার নাজমুল হুদার ছেলে মো. রমজান আলী (২৫)। বাকলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন,‘গ্রেপ্তার দুই যুবক পেশায় কাঠমিস্ত্রি। সম্প্রতি তারা ইয়াবা পাচারে যুক্ত হয়েছে।  ইয়াবা নিয়ে যাওয়ার জন্য তপনকে কক্সবাজার নিয়ে আসে রমজান আলী।  তপনের মলদ্বারে বিশেষ কায়দায় ইয়াবা রেখে পাচার করছিল রমজান।’রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে দুইজনকে আটক করা হয়। রমজান আলীর স্বীকারোক্তির ...

হবিগঞ্জ জেলায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩১

স্টাফ রিপোর্টার- চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  মরতুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঐ গ্রামের আব্দুল করিমের পুত্র।  শনিবার রাতে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযান চালিয়ে আরো ৩০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন পরোয়ানাভূক্ত ও ১৪ জন নিয়মিত মামলার আসামী। জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ১৪ জন, বানিয়াচং থানায় ৫ জন, নবীগঞ্জ থানায় ৫ জন, আজমিরীগঞ্জ থানায় ১ জন, চুনারুঘাট থানায় ৪ জন ও সদর থানায় ২ জন আসামী গ্রেফতার করা হয়।