অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা ঘাতক স্বামী আজদু গ্রেফতার

স্টাফ রিপোর্টারর:চুনারুঘাট উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার প্রধান আসামী ঘাতক স্বামী আজদু মিয়াকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। হত্যার পর পরই তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হলেও রহস্যজনক কারণে চুনারুঘাট থানা পুলিশ আসামী গ্রেফতারে কোন কার্যকর পদক্ষেপ না নেয়ায় ভিকটিম পক্ষ অনেকটা নিরাপত্তাহীন হয়ে পড়েন। থানায় বারবার যোগাযোগ করার পরও বলা হয় আসামী পুলিশ পাচ্ছে না। কিন্তু আসামীরা অনেকটা প্রকাশ্যেই শায়েস্তাগঞ্জ থানা সহ বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতে দেখেন অনেকই। বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশের নজরে আসে। আসামীদের প্রতি বিশেষ নজরদারী রাখতে থাকেন। অবশেষে ঠিকই শায়েস্তাগঞ্জ থানা পুলিশের জালে ধরা পড়ে আজদু। জানা যায়, আজদু রেলওয়েতে চাকুরি করে আসছে। গত মঙ্গলবার রাত ৮টারদিকে শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ঘুরাফেরা অবস্থায় থানার ওসি ইয়াছিনুল হক ও এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন। উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের শওকত আলীর পুত্র আজদু মিয়া তার অন্তঃসত্বা স্ত্রী সেগুন আক্তার রুবিকে বিয়ের ওয়াদাকৃত (?) ফ্রিজের জন্য শারীরিকভাবে পিটিয়ে হত্যা করে। এদিকে, রুবি হত্যার ঘটনায় চুনারুঘাট থানায় রুবির বোন রাশেদা খাতুন ঘাতক আজদু, রুবির শ্বশুর শওকত আলী, বাসুর দুলাল, দেবর মহসিন, ননদ সেলিনা, শিরিন ও রওশন আক্তারকে মামলা দায়ের করলে আসামীরা মোটা অংকের আর্থিক সুবিধা প্রদান করতে থাকে। ফলে পুলিশ আসামীদের ধরার কোন পদক্ষেপ নেয়নি। ফলে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যরা এখনো পালিয়ে বেড়াচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *