চুনারুঘাটের নরপতি গ্রামে তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞরাইরঞ্জন পালন

চুনারুঘাটের নরপতি গ্রামে ভাই ভাই নবীন সংঘের উদ্যোগে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ৯ ডিসেম্বর বুধবার থেকে ৪দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে। এদিকে উৎসব উদযাপন কমিটি সকল আয়োজন শেষ করেছেন। অনুষ্ঠানাদীর মধ্যে, ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় স্বাধ্যায় যজ্ঞ ও গীতা আলোচনা পরিবেশনায় শ্রী প্রাভুপাদ নিরঞ্জন গোস্বামী মৌলভীবাজার, প্রফেসর নিখিল ভট্টাচার্য হবিগঞ্জ, ডাঃ রামকৃষ্ণ পাল, সুরঞ্জন ধর, স্বপন দাস, মানিক দেব, সুধাংশু মোহন দেব চুনারুঘাট। বিকাল ৩টায় শিশুদের গীতা প্রতিযোগীতা। বিকাল ৪টায় সঙ্গীতানুষ্ঠান- পরিবেশনায় স্থানীয় শিল্পীবৃন্দ ও মন্টুলাল শীল বাহুবল। সন্ধ্যা ৫টায় লীলাকীর্তন পরিবেশনায়- মা বিশখা সম্প্রদায় ভোলা। রাত সাড়ে ৯টায় নামসংকীর্তনের শুভ অধিবাস পরিবেশনায়- বিনয় সূত্রধর চুনারুঘাট। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ব্রহ্মমূহুর্তে ষোড়শ প্রহরব্যাপী নামযজ্ঞ শুভারম্ভ। ১১ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ। ১২ ডিসেম্বর শনিবার উষালগ্নে নগর পরিক্রমা ও দধিভান্ড ভঞ্জন তৎপর উৎসব সমাপন। উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *