চুনারুঘাটে আমন ধানের বাম্পার ফলন

কাজী মাহমুদু সুজন : চুনারুঘাট উপজেলায় এবছর আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উৎফুল্লসিত কৃষকরা এখন ধান কাঁটার জন্য মাঠে নেমে পড়েছেন। সারা মাঠ জুড়ে যেন কৃষকদের প্রাণের মেলা। চুনারুঘাট উপজেলা জুড়ে শুধু সারি সারি আমন ধান ক্ষেত। চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন জানান, আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার হেক্টর, তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। স্থানীয় কৃষকরা জানান, উপজেলা ও এলাকার নিম্ন ভূমিতে আউশ ধান কাঁটার পর বন্যার সহিষ্ণু গোডা ও আশমিতা দেশী জাতের ধান বীজ বুনা হয়েছিল। প্রতি কৃষকদের খরচ হয় প্রায় দেড় হাজার টাকা। আগাছা দমন ছাড়া তেমন কোন খরচ নেই। নেই কোন পোঁকার উপদ্রব। প্রাকৃতিকভাবে এ ধান গাছ বেড়ে ওঠে। গত আমন ধান ভাল ফলন হওয়ায় চুনারুঘাট উপজেলা মিরাশী ইউনিয়নের গাতাবলা, কৃষ্ণপুর, সাত্তালিয়া, পড়াঝার, আইতন, রানীগাঁও, আব্দাছালিয়া, পাকুড়িয়া সহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আউশ ধানের ক্ষেত লক্ষ্য করা যায়। এ বছর ধানের ফলন বেশি হওয়ায় কৃষকদের মুখে আনন্দ। ধান কাটা ও মাড়াই করার জন্য বেকার পুরুষ-মহিলা শ্রমিক হিসাবে কাজ করছেন। নতুন ধান ঘরে তুলতে ধানের গোলা তৈরি করছেন কৃষকরা। ঘরে ঘরে চলছে ধান তোলার উৎসব। উপজেলার কৃষি কর্মকর্তা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পল্লী এলাকার নিম্ন জমিতে অধিক ধানের বাম্পার ফলন হয়েছে। এতে শত শত কৃষক আনন্দ হয়ে উঠেছেন। উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামের কৃষক আব্দুল কাদির বলেন, এ বছর সময় মত বৃষ্টি হওয়া আমন ধানের ভাল ফলন হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *